সুনীত হালদার, হাওড়া: সাঁতরাগাছি উড়ালপুলে মারাত্মক দুর্ঘটনা (Santragachi Flyover)। মেরামতির কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হলেন পূর্ত দফতরের এজেন্সির এক কর্মী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত গুরুতর জখম হয়েছে তাঁর। হাওড়া হাসপাতালে (Howrah Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। এখন অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন (Howran News)।


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত গুরুতর জখম হয়েছে ওই ব্যক্তির


মঙ্গলবার সকালে মেরামতির কাজে যোগ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি (PWD Agency Worker)। সাঁতরাগাঠি উড়ালপুলে কর্মরত ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে যাতে মেরামতির কাজ চলতে পারে, তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে উড়ালপুলে। দিনের বেলা সেই আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সংযোগ খোলার সমই এ দিন দুর্ঘটনা ঘটে যায়। 


ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মেরামতির কাজে যোগ দিতে পৌঁছন আহত নিরঞ্জন দাস নামের ওই কর্মী। সকাল সাড়ে ৮টা নাগাদ বৈদ্যুতিক আলোর সংযোগ খোলার কাজ শুরু হয়। সেই সময় কোনও ভাবে বিদ্যুতের একটি তার উড়ালপুলের নিচে ঝুলে পড়ে। উড়ালপুলের নিচে থাকা রেলের ওভারহেড লাইনের বিদ্যুতের তারের সঙ্গে কোনও ভাবে ওই তারের সংযোগ ঘটে যায়। 


আরও পড়ুন: Rail Blockade: উত্তরবঙ্গের ৩ জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি, চরম দুর্ভোগে যাত্রীরা


তার সংস্পর্শে এসেই ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর তড়িঘড়ি পূর্ত দফতরের এজেন্সির ওই কর্মীকে উদ্ধার করা হয়। ডেকে পাঠানো হয় পুলিশের অ্যাম্বুল্য়ান্স। তাতে চাপিয়ে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর হাত দু'টি গুরুতর জখম হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। গুরুতর জখম হলেও প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্য়ক্তি। 


আপাতত স্থিতিশীল ওই ব্যক্তি, ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে


হাওড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এ নিয়ে যোগাযোগ করা হলে, দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, উড়ালপুলের উপর কর্মরত কর্মীদের গাফিলতিতে এই ঘটনা ঘটে থাকতে পারে। কাজ করার সময় আরও সচেতন হওয়া উচিত ছিল তাঁদের। যদিও এ নিয়ে পূর্ত দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।