সুনীত হালদার, হাওড়া: শহরে যানজট কমাতে রাজ্য পরিবহণ দফতরের নয়া উদ্যোগ। কলকাতা বাবুঘাটের আন্তঃরাজ্য বাস স্ট্যান্ডকে সরিয়ে নিয়ে আসা হবে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসে। আজ সাঁতরাগাছি বাস টার্মিনাসের পরিকাঠামো দেখতে আসেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন এইচআরবিসি, হাওড়া পুর নিগম, হাওড়া সিটি পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। 


সাঁতরাগাছি বাস টার্মিনাসের পরিকাঠামো খতিয়ে দেখলেন পরিবহণমন্ত্রী। বাবুঘাটের বাস টার্মিনাসকে সাঁতরাগাছিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই কারণেই এই পরিদর্শন। তবে বাবুঘাট বাস টার্মিনাসের সঙ্গে যুক্ত কর্মীরা এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন।  


এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, প্রাথমিকভাবে আপাতত কিছু বাস চালু হবে। তবে আগামী নতুন বাংলা নববর্ষে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এই টার্মিনাস। বেশ কয়েকবছর আগে এই টার্মিনাস তৈরি হলেও কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের জন্য এখান থেকে বাস চালানো যায়নি। এরপর ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হলেও তা অসম্পূর্ণ থেকে যায়।


এ প্রসঙ্গে নাম না করে শুভেন্দু আধিকারিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, আগের পরিবহণ মন্ত্রী অ্যাক্টিভ ছিলেন না, তাই কাজ হয়নি। তিনি বলেন, এবার দ্রুত ফ্লাই ওভার শেষ হয়ে যাবে। এই টার্মিনাসে জল জমার একটা সমস্যা রয়েছে। তাই  নিকাশি সমস্যা মেটাতে নয়নজুলিতে নতুন একটা টার্মিনাস তৈরি করা হবে।


তবে সাঁতরাগাছি বাস টার্মিনাস চালু হলে গাড়ির চাপ বাড়বে সাঁতরাগাছি ব্রিজে। সে ক্ষত্রে কী পরিকল্পনা করা হবে। এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান ওই ব্রিজ সাঁতরাগাছি ব্রীজ সম্প্রসারণের  দায়িত্ব রেলের।তবে রাজ্য সরকারের তরফ থেকে রেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে।


যদিও এই সিদ্ধান্তে খুশি নয় বাবুঘাটের বাস টার্মিনাসের সঙ্গে যুক্ত কর্মীরা। বাবুঘাট বাস রুটের এক কর্মী জানাচ্ছেন, বাস স্ট্যান্ড সরানো হলে অসংখ্যা মুটে মজুর থেকে যাত্রীরা সমস্যায় পড়বেন। 


বাবুঘাট বাস টার্মিনাস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, বাবুঘাট বাস টার্মিনাস থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বাস চলাচল করে। আন্তঃরাজ্য এই বাস টার্মিনাসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষ  রুটি রুজির জন্য নির্ভরশীল।