নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির নাম ঘোষণার পর ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত হলেও, আজ নতুন বিতর্কও তৈরি হল। বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলে ধোনির মেন্টর হিসেবে নিয়োগ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ জমা পড়েছে।
গতকাল টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই। এরপরেই চমক। মেন্টর হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের নাম ঘোষণা করা হয়। গতকাল মেন্টর হিসেবে ধোনির নাম ঘোষণা করে বিসিসিআই সচিব জয় শাহ জানান, ‘আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। যখন দুবাইতে ছিলাম, তখন ওঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।’
বিসিসিআই সূত্রে খবর, ধোনিকে ভারতীয় দলের মেন্টর করা নিয়ে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় খুব খুশি। কিন্তু এরই মধ্য়ে ধোনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ জমা পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।
বিসিসিআই সূত্রে খবর, ধোনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ দায়ের করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। তিনি এর আগেও একাধিক ক্রিকেটার ও কর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এবার লোঢা কমিশনের সুপারিশের কথা উল্লেখ করে ধোনির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, ধোনি যেহেতু এখনও আইপিএল খেলছেন এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, তাই তিনি ভারতীয় দলের মেন্টর হতে পারেন না।
বিসিসিআই-এর এক কর্তা এ বিষয়ে জানিয়েছেন, ‘বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ সহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের চিঠি দিয়েছেন সঞ্জীব গুপ্ত। তিনি বিসিসিআই-এর সংবিধানের ৩৮ (৪) ধারা উল্লেখ করে বলেছেন, একজন ব্যক্তি দু’টি পদে থাকতে পারেন না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলকে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।’