সুনীত হালদার, হাওড়া :  DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে ( Strike ) যোগ দিয়েছেন শিক্ষকরা। স্কুলে আসেননি কেউ। কিন্তু পড়ুয়ারা তো স্কুলে এসেছে। তাঁদের ক্লাস করাবে কে? এই অবস্থায় হাওড়ার আমতায় নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা।

  


যথা সময়ে খুলল স্কুল। আসে পড়ুয়ারাও।  কিন্তু পড়াশোনা কী করে হবে? শিক্ষক-শিক্ষিকাই তো নেই। তাই নিচু ক্লাসের ছাত্রদের ক্লাস নেয় উঁচু ক্লাসের দাদারা। কেমন ঘটল এমন পরিস্থিতি ?

ছোটদের ক্লাস নিলেন বড়রা 


সরকারি কর্মীদের ধর্মঘট। DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে ( Strike ) যোগ দিয়েছিলেন শিক্ষকরা। বকেয়া ডিএ মেটানোর দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনের সমর্থনে  স্কুলে আসেননি কোনও শিক্ষক। কিন্তু যথা সময়ে স্কুল খোলা হয়। আসে পড়ুয়ারাও। কিন্তু শিক্ষক -শিক্ষিকা নেই। তাই উঁচু ক্লাসের  পড়াুয়ারাই হাল ধরে পরিস্থিতির। শুক্রবার এমনই ছবি দেখা যায়, সিপাহী বিদ্রোহের সময় তৈরি হওয়া হাওড়ার ঐতিহ্য়শালী এই স্কুলে। 


আমতা পীতাম্বর মাল্টি পারপাস হাইস্কুলের ছাত্র অভি সাঁতরা বলেন, ' স্য়র না আসলে কী করব বলুন। ছোট ভাইদের তো ভবিষ্য়ত আছে। ফাইভ সিক্স সেভেন, মিনিমাম চারটে নেব '  


স্কুল সভাপতি তপনকুমার বারিক জানালেন, ' শিক্ষকদের ধর্মঘটের ডাক আছে। স্কুল খোলা হয়েছে। ছাত্ররা এসেছে। আমার স্কুলে ১৪০০ স্টুডেন্ট। প্রায় ২৫ শিক্ষক। নির্দিষ্ট  সময় স্কুল খুলেছে। ছাত্ররা ঢুকেছে। সিনিয়ররা জুনিয়রদের ক্লাস নিচ্ছে।'


অন্য়দিকে, শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় কোনও ক্লাস হয়নি আমতার রসপুর হাইস্কুলে। 


অন্যান্য জায়গায় স্কুলে কী ঘটল

শুক্রবার বকেয়া ডিএ'র দাবিতে ধর্মঘটের জেরে বন্ধ ছিল স্কুলের পঠনপাঠন। প্রতিবাদে আজ কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ের গেটে  বিক্ষোভে সামিল হলেন অভিভাবকদের একাংশ।  স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় শিক্ষকদের।প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। 


শনিবার ডিএ'র দাবিতে ধর্মঘটে শিক্ষকরা যোগ দেওয়ায় বাঁকুড়ায় স্কুলে তালা ঝুলিয়ে অভিযোগ উঠল অভিভাবকদের একাংশের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, শুক্রবার ধর্মঘটের জেরে বেলডাংরা প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ ছিল। এমনকী, মেলেনি মিড ডে মিলও। বাধ্য হয়ে স্কুল এসেও ফিরে যেতে হয় পড়ুয়াদের। যদিও, স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, ধর্মঘটের কথা অভিভাবকদের আগাম জানানো হয়েছিল। 


বিড়া রাজীবপুর এভি হাইস্কুলে স্কুলে তালা লাগানোর অভিযোগ টিএমসিপি-র বিরুদ্ধে।  গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় আজ সকালে স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। যদিও, টিএমসিপির দাবি, ধর্মঘটে স্কুল না খোলায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছে।