কলকাতা: রবিবারই হাওড়া (Howrah)-শিয়ালদায় (Sealdah) বাতিল হল একাধিক ট্রেন (Train)। পূর্ব রেলের (Eastern Railways) তরফে জানান হয়েছে ট্রাফিক ব্লকের জন্য দোলের আগের দিন হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।                                                             

  


মূলত হাওড়া-বর্ধমান শাখার বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে, সে কারণেই এইই সিদ্ধান্ত, এমনটাই খবর পূর্ব রেলের তরফে। তবে শুধু হাওড়াতে নয়, শিয়ালদাতেও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।                         


দোলের আগে বেরনোর আগে তাই দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে আজকের জন্য- 


৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল- সকাল ১১ টা ২২ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।


৩৭৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল- দুপুর ১ টা ৪০ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে।


৩৭৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল- দুপুর ৩ টে ১৫ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে। 


৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৪৫ মিনিটে বর্ধমান জংশন থেকে ছাড়ে। 


 




মেইন লাইনের পাশাপাশি কর্ড লাইনেও আজ বাতিল বেশ কিছু ট্রেন



  • ৩৬৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল

  • ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল

  • ৩৬৮৪২ বর্ধমান-হাওড়া লোকাল


আর কোন কোন ট্রেন বাতিল?



  • ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল

  • ৩৭৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল

  • ৩৭৮৩১ হাওড়া-বর্ধমান লোকাল

  • ৩৭৮৩৫ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকাল


এদিকে, দোলের দিনও একাধিক ট্রেন বাতিলের কথা জানিয়েছিল পূর্ব রেল। দোলের দিনের পরিস্থিতির কথা মাথায় রেখে শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ট্রেন আর হাওড়ায় ৬৫টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এহেন পরিস্থিতিতে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেলে বিবৃতিতে রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।                                 


 


আরও পড়ুন, বৃষ্টি মাথায় নিয়েই বসন্ত উদযাপন? দোলের দিনে কোন কোন জেলায় দুর্যোগ আবহাওয়া?


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে