নয়া দিল্লি: একে উৎসবের মরসুম, তার উপর সপ্তাহান্তে লম্বা ছুটি। শুধু এই সপ্তাহেই নয়, পরের সপ্তাহেও একই রকম ছুটির তালিকা। অনেকেই ভেবেছিলেন এই সময়ে একটু ছোট ট্রিপ করে নিলে কেমন হয়? কিন্তু দেশজুড়ে যেভাবে ভ্রমণের খরচ একলাফে বেড়ে দিয়েছে তা দেখে তো মাথায় হাত!
ফোর্বস ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দোল এবং গুড ফ্রাইডের সপ্তাহে বহু মানুষই উইকেন্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন। আর সেই সময়েই হু হু করে বাড়ল বিমানের টিকিট থেকে হোটেল ভাড়া। দেখা গিয়েছে ২৩ মার্চ থেকে ২৫ মার্চ এবং ২৯ মার্চের সময় সপ্তাহান্তের কয়েকটি দিনে ভাড়া বেড়েছে প্রায় পাঁচ গুণ।
নতুন ক্যালেন্ডার আসার পর সকলেরই চোখ থাকে লম্বা ছুটি কোন কোন সময়ে রয়েছে সেদিকে। হোলির এই সপ্তাহ এবং গুড ফ্রাইডের সপ্তাহটিতে ৩-৪ দিনের পর পর ছুটি রয়েছে। ঠান্ডার জায়গা থেকে গরম এলাকা, এই সময়ে দেশের সব প্রান্তের আবহাওয়া এতটাই মনোরম থাকে, ঘুরতে গিয়েও শান্তি। কিন্তু ভাড়ার এমন বাড়বাড়ন্ত দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই।
ফোর্বস এর তথ্য অনুসারে, অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলি বুকিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে। কোন কোন সময় প্রায় পাঁচগুণ বেড়েছে ভাড়া৷ এর আগের রিপোর্ট বলছে, ২০২৩ সালের উৎসবের সময়ের তুলনায় ডোমেস্টিক ফ্লাইট বুকিং প্রায় ১৬% বেড়েছে। জনপ্রিয় রুটের জন্য ফ্লাইট ভাড়াও মার্চের শেষ সপ্তাহে ২৫ থেক ৩০% বেড়েছে।
রিপোর্ট থেকে এও জানা গিয়েছে, শুধুমাত্র শহরেই যে দাম বৃদ্ধি হয়েছে তা নয়, মেট্রো সিটির পাশাপাশি অফবিট লোকেশনেও হোটেলের দাম বেড়েছে। গোয়া, শ্রীনগর, গুয়াহাটি এবং পোর্ট ব্লেয়ারে ফ্লাইট এবং হোটেলের দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ওই প্রতিবেদনটিতে জানান হয়েছে। এছাড়া, উদয়পুর, জয়পুর, পুরী এবং বারাণসীর মতো জনপ্রিয় গন্তব্যে বেড়েছে যাওয়া এবং থাকার খরচ।
তবে দেশের বাইরেও টিকিটের চাহিদা বেড়েছে। মূলত যে দেশগুলিতে ফ্রি-ভিসা। ইরান, মালয়েশিয়া, কেনিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলিতে টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশ। ওয়াকিবহাল মত, টিকিটের চাহিদা যে হারে বৃদ্ধি পেয়েছে, এর পর এই সব এলাকাতেও বাড়বে দাম। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দেশের জন্য সহজ ভিসা ব্যবস্থাও চাহিদা বাড়িয়ে তুলছে বলে জানা গিয়েছে ওই প্রতিবেদন থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে