হাওড়া: পয়গম্বর বিতর্কে কার্যত রণক্ষেত্র হাওড়া (Howrah News)। তার জেরে হাওড়া গ্রামীণ এলাকা-সহ সর্বত্র ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspended) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার সকাল ৬টা পর্যন্ত আপাতত হাওড়ায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল (Howrah Rural)। তবে SMS, ফোনকল এবং খবরের কাগজের পরিষেবা ব্যাহত হবে না।


অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়


দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজ দিনভর অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত থাকল হাওড়া। রণক্ষেত্র পরিস্থিতি দেখা গেল উলুবেড়িয়া, ধূলাগড়েও। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন ধরানোর ঘটনা সামনে এসেছে। উলুবেড়িয়া, পাঁচলায় বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ উঠেছে। পাঁচলায় তৃণমূলের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কোনা এক্সপ্রেওয়ে অবরুদ্ধ করে রাখা হয় এ দিন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।


আরও পড়ুন: Howrah News: দিনভর বিক্ষোভ, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন


দিনভর উত্তেজনা, হিংসা, অবরোধ


অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও সামনে এসেছে। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সাঁতরাগাছি, চেঙ্গাইল, দাসনগরে রেল অবরোধ করা হয়, যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ৫ ঘণ্টা পরে অবরোধ ওঠে সলপে জাতীয় সড়কে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে।


পরিস্থিতি এমন আকার ধারণ করায় বিজেপি-কেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। হিংসাকে কোনও মতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করলেও রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি-কেই অশান্তি তৈরির জন্য দায়ী করেছেন। তাদের উস্কানিতেই আজ এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি। অন্য দিকে, সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আর্জি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।