হাওড়া:  সরাসরি স্বাস্থ্যক্ষেত্রে আঘাত হানছে করোনা (Coronavirus)। এ বার তার নিদর্শন মিলল হাওড়ায় (Howrah COVID Update)। সরকারি-বেসরকারি মিলিয়ে সেখানে একের পর এক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কার্যত রকেট গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। মঙ্গলবার একাদিক হাসপাতাল থেকে একসঙ্গে অনেক জনের সংক্রমিত হওয়ার খবর মিলেছে।


এ দিন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে (Uluberia Hospital)সুপার-সহ একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ চিকিৎসক। কোভিড রিপোর্ট (COVID Report) পজিটিভ এসেছে হাসপাতালে কর্মরত ৬ স্বাস্থ্যকর্মীরও। ফুলেশ্বরে সঞ্জীবন হাসপাতালে ভর্তি উলুবেড়িয়া হাসপাতালের সুপার।


একই সঙ্গে, বেসরকারি হাসপাতালেও করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে এবং মাল্টি স্পেশালিটি হাসপাতালেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে করোনায় সংক্রমিত ১৫ জন চিকিৎসক, ২০ জন নার্স, ১০ জন স্বাস্থ্যকর্মী।


আরও পড়ুন: Corona: উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার সহ করোনা আক্রান্ত ৬ চিকিৎসক


বিগত কয়েক দিন ধরেই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের মধ্যে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। কলকাতার মেডিক্যাল কলেজ, এনআরএস, চিত্তরঞ্জন সেবাসদন-সহ একাধিক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। করোনার দু’টি টিকা নেওয়ার পরেও সংক্রমিত হচ্ছেন তাঁরা। যে হারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে চিকিৎসা পরিষেবায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে।


চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর করোনার প্রকোপ কেন বাড়ছে, তা নিয়ে যদিও নানা যুক্তি সামনে আসছে। চিকিৎসকদের দাবি, সবার আগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়েছিল। তার ফলে তাঁদের শরীরে করোনার বিরুদ্ধে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছিল, তা এত দিনে লোপ পেয়েছে। তার উপর সামনের সারিতে থেকে রোগীদের সেবা করেন তাঁরা। তাতেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বেশি করে আক্রান্ত হচ্ছেন।


এমন পরিস্থিতিতে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁদের যুক্তি, এমনিতেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে কাতারে কাতারে মানুষ আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা পরিষেবাই দেওয়া সম্ভব হবে না।