অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শীত পড়তে না পড়তেই কুয়াশার দাপট। যার জেরে সমস্যা দেখা দিয়েছে রেল পরিষেবায়। যাত্রীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল। 


পাশাপাশি লাইন মেরামত ও রেল সেতুর সংস্কারের জন্য শনিবার থেকে হাওড়া শাখার তিনটি রুটে বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর–লালগোলা– এই তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে। 


রবিবার যে সব ট্রেন বাতিল থাকছে-


আপ লাইনের ট্রেনগুলি হল-


37309, 37311, 37313, 37315, 37317- হাওড়া থেকে তারকেশ্বর 


37411, 37415- শেওড়াফুলি থেকে তারকেশ্বর 


37359- হাওড়া থেকে আরামবাগ


37371- হাওড়া থেকে গোঘাট


ডাউন লাইনের বাতিল ট্রেন


37312, 37314, 37316, 37318, 37320, 37322- তারকেশ্বর থেকে হাওড়া 


37412, 37416- তারকেশ্বর থেকে শেওড়াফুলি


37360- আরামবাগ থেকে হাওড়া


37372- গোঘাট থেকে হাওড়া 


এদিকে, রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে, ঘন কুয়াশার জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে হাওড়া–দেরাদুন কুম্ভ এক্সপ্রেস (১২৩২৭ ), দেরাদুন–হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি–কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা–ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা–গয়া সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬২০), গয়া–কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন–নিউ দিল্লি (১৪০০৩)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা–হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল–মথুরা এক্সপ্রেস (১২১৭৭)।                                                                                           


অন্যদিকে, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর–লালগোলা সেকশনে। এর জেরে আপ ও ডাউন লাইনে বাতিল হয়েছে কলকাতা–লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি–আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল।                                                                                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে