সুনীত হালদার, হাওড়া: কলকাতা হাইকোর্টের আইনজীবীকে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টা। আইনজীবীকে বাঁচাতে গিয়ে জখম তাঁর সঙ্গীও। হাওড়ার শিবপুরের কাজিপাড়ার এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।


প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় হামলা! তাও আবার কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর ওপর! মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী হল হাওড়ার শিবপুরের কাজিপাড়া এলাকা। রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।


এক আইনজীবী বলেছেন, কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। তার ওপর দিনের আলোয় হামলা। কোথায় যাচ্ছে পরিস্থিতি। এতো খুবই খারাপ কথা। গুণ্ডারাই কী সব দখল করে নেবে?


কাজি পাড়ার সইফুল আলম লেনের বাসিন্দা তনভির আলম পেশায় কলকাতা হাই কোর্টের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, সকালে তাঁর চেম্বার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তনভির। আচমকা দুই দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। চপার দিয়ে কোপানো হয় আইনজীবীকে।


তনভিরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর সঙ্গী মহম্মদ ইমতিয়াজ। দুষ্কৃতীরা বেধড়ক পেটায় তাঁকে। তা দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ ছুটে যান।


ঘটনাস্থলে গিয়ে চোখে পড়ে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে।ঘটনার পরেই শিবপুর থানার পুলিশ ও RAF এলাকায় পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত আইনজীবীর বাঁ হাতে কনুইয়ের নিচে ও পিঠে গুরুতর আঘাত রয়েছে।আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 


কাজিপাড়ার প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেছেন, যাঁর ওপর হামলা করা হয়, তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল। আমরা ছুটে গেলাম। তাঁর একজন বন্ধুকেও আঘাত করল।


পুলিশ সূত্রে খবর, আইনজীবীর ওপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।


পুলিশের প্রাথমিক অনুমান, হামলার পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে। তাছাড়াও প্রোমোটিং সংক্রান্ত বিবাদ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।


ঘটনার পর থেকে থমথমে এলাকা।


Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য