দুবাই: বিপুল অর্থ খরচ। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা ৮ থেকে বেড়ে এবার ১০।  আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করা হল সোমবার। নতুন দল কেনার জন্য সোমবার সব থেকে বেশি দাম দিয়ে বিড করেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ। নিলামে প্রায় ৭০৯০ কোটি দাম দিয়েছে তারা। আরপিজি গ্রুপ ছাড়াও আইপিএলে অপর দলটি কিনতে চলেছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটাল। তাদের বিড ৫৬০০ কোটি টাকার। অর্থাৎ দুই সংস্থা মিলিয়ে ১২,৬৯০ কোটি টাকা ঢুকতে চলেছে বোর্ডের ঘরে।


স্পিন কিংবদন্তি নিজের ট্যুইটারে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআইকে শুভেচ্ছা জানিয়ে  লিখেছেন, 'আইপিএলে নতুন দুটো দলকেই শুভেচ্ছা আমার তরফে। এত এত টাকা খরচ করা হয়েছে ক্রিকেটের পেছনে। এর থেকেই বোঝা যায় যে ক্রিকেটই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা। অভিনন্দন বিসিসিআই ও সৌরভ গঙ্গোপাধ্যায়।'


 






দরপত্র নিয়ে কাটাছেঁড়ার পর দুই নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সিসিভি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপে দখলে লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলবে। 


বিসিসিআই-র পক্ষ থেকে দরপত্র আহ্বানের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল। যদিও কার্যত সেই অর্থে লড়াই চলেছে ৫-৬টি বিড ঘিরেই। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা প্রারম্ভিক মূল্য দর চাওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র জমা দেওয়ার থেকে সর্বোচ্চ তিনটি কোম্পানির কনসোর্টটিয়ামকেও ছাড় দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য ৭ হাজার কোটি টাকার দরপত্র দিয়েছিল আরপিএসজি গ্রুপ।


আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে নেমেছিল আদানি গ্রুপ, গোয়েঙ্কা গ্রুপের মতো দেশের মতো সংস্থারা। দেশের অন্যতম বিত্তশালী ব্যক্তি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ দরপত্র আহ্বান করেছিল আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য। পাশাপাশি লড়াইয়ে ছিল গোয়েঙ্কা গ্রুপ। মাঝে আইপিএলে দু'বছর খেলা রাইজিং পুনে সুপারজায়ান্টদের মালিকানা ছিল কলকাতার যে সংস্থার হাতে। পাশাপাশি এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলেরও মালিকানা যে সংস্থার অধীনে।