সুনীত হালদার, হাওড়া: হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ। আটকদের মধ্যে অ্যাপ ক্যাব (app cab driver ) চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও দু’ জনের হদিশ মেলে। গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডের ওই লোহার দোকানে হানা দেয় তিন দুষ্কৃতী। মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ১ কোটি টাকা লুঠ করে বলে অভিযোগ।
আরও পড়ুন :
কংগ্রেসের মিছিলে পা মেলালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, ভোটের পরে জোট ?
দোকান মালিকের অভিযোগ, প্রায় ১ কোটি টাকা লুঠ হয়েছে। এক জনকে পেমেন্ট করার জন্য অত টাকা দোকানে রাখা হয়েছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় ঘটনাটি ঘটে হাওড়ার বেলিলিয়াস রোডে এই লোহার সামগ্রী বিক্রির দোকানে। পুলিশ সূত্রে খবর, অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করে এসেছিল ৩ দুষ্কৃতী। ঘটনার সময় দোকান মালিক একাই ছিলেন। ২ দুষ্কৃতী দোকানের ভিতরে যায়, আর একজন বাইরে পাহারায় ছিল। মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে ফেলে অভিযুক্তরা।
তারপর ড্রয়ার থেকে ১ কোটি টাকা লুঠ করে অভিযুক্তরা পালায় বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতীদের পালানোর ছবি। প্রত্যক্ষদর্শী শিবপ্রসাদ সাউ জানান, ব্যাঁটরা থানার পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও নেমেছেন তদন্তে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পেমেন্টের জন্য মোটা অঙ্কের টাকা দোকানে আছে, তা জেনেই সম্ভবত হানা দেয় দুষ্কৃতীরা।
সেক্ষেত্রে দুষ্কৃতীদের কারও সঙ্গে দোকানের কোনও কর্মীর যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চেষ্টা শুরু হয় দুষ্কৃতীদের চিহ্নিত করার। তবে দোকান মালিক জানান, তিনি কাউকে চিনতে পারেননি। এরপর তদন্ত চালিয়ে, হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করে ব্যাঁটরা থানার পুলিশ।