সুনীত হালদার, হাওড়া : হাওড়ার (Howrah) শ্যামপুরে পঞ্চায়েত অফিসের কাছে, রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি, হাড়গোড় ! পরে পুলিশ (Police) এসে হাড়গোড়গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এদিন সকালেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে রয়েছে মানুষের মাথার খুলি। পাশেই একটি ব্য়াগের মধ্যে রয়েছে মানুষের দেহের হাড়গোড়। এ ছবি হাওড়ার শ্যামপুর থানা এলাকার (Shyampur Police Station)। শনিবার সকালে যে ছবি দেখেই আতঁকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্যামপুরের ডিহি মণ্ডল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের নজরে এই ব্যাগ তাঁদের নজরে আসে। তখনই সামনে আসে গোটা ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাড়গোড় ও মাথার খুলিটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের (Post Mortem) জন্য।
কিন্তু প্রশ্ন উঠছে, মাথার খুলি ও হাড়গুলি কার ? জনবহুল এলাকায় ওই ব্যাগ কে ফেলে দিয়ে গেল ? শ্যামপুর থানার পুলিশ সূত্রে দাবি, এলাকায় কেউ নিখোঁজ রয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, বাইরে থেকে দুষ্কৃতীরা এই মাথার খুলি ও হাড়গোড় সমেত ব্যাগ থেকে ফেলে দিয়ে গেছে।
প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকে পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের খুলি (Skull found from desserted pond) উদ্ধার ঘিরে হইচই তৈরি হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হিরাপোল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন