সুনীত হালদার, হাওড়া: দামোদর নদে চরবিক্রিতে এবার নাম জড়াল তৃণমূল নেতা (TMC)। নদের চরের উপর প্রাচীর তৈরির কাজ চলছে বেশ কিছু দিন ধরেই। সেই নিয়েই ব্যাপক শোরগোল শুরু হয়েছে হাওড়ার শ্যামপুরে। কাঠগড়ায় এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার পরিকল্পনা করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।(Howrah News)


হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দামোদর নদের চর বিক্রির অভিযোগ উঠছে শ্যামপুর  ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাসের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় বাসিন্দা, পেশায় শিক্ষক পরিমল মণ্ডলে কাছ থেকে দামোদর নদের  চরের জমি কেনার পর, দীপক তা বিক্রি করেছেন ইঁটভাটার মালিক মুশিয়ার রহমান মোল্লাকে। এর পরই মুসিয়ার ওই জমিতে প্রাচীর তুলতে শুরু করেন। (Damodar River)


বিষয়টি চোখে পড়তেই শোরগোল শুরু হয়। দামোদরের চরে প্রাচীর তোলায় তীব্র আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  তাঁরা জানিয়েছেন, বড়গ্রাম পঞ্চায়েতের অধীনে দামোদর নদের চর। ওই জায়গায় হুগলি নদীর সঙ্গে মিশেছে দামোদর নদ। পাশেই গড়চুমুক ডিয়ার পার্ক। শীতকালে বরাবরই বনভোজনের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় জায়গাটি। শ্যামপুর-গড়চুমুক রোডে দামোদর নদের উপর একটি সেতু  রয়েছে। সেতুর সামনেই দামোদর নদের চরেই প্রাচীর তোলা হচ্ছে বলে অভিযোগ। 


আরও পড়ুন: Madan on Mamata: এখানে জন্মানো দুর্ভাগ্য, নইলে সুচি হতে পারতেন মমতা, বললেন মদন


বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে, কানে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের। স্থানীয় বিএলআরও অফিস থেকে লোকজন গিয়ে পরিদর্শন করেন জায়গাটি। প্রাচীর তোলার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন তৈরি বন্ধের নির্দেশ দেন। তার জেরে আপাতত প্রাচীর তৈররি কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের পর শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে খবর, পরিমলের পরিবার দীর্ঘদিন নদের ধারের ওই জমি দখল করে রেখেছিল। সম্প্রতি জমিটি দীপকের হাতে তুলে দেয় তারা। দীপক আবার জমিটি হস্তান্তর করে মুসিয়ারকে।  যদিও দীপক এই জমির হাতবদলে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের নেতারা দামোদরের চর চুরি করছে। এ নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতিও নিচ্ছে তারা। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের কথাও জানাচ্ছেন দলের নেতারা।