সুনীত হালদার, হাওড়া: দিন-দুপুরে হাওড়া স্টেশন (Howrah Station Crime)। গমগম করছে লোকজন। তুমুল ব্য়স্ততা স্টেশন চত্বরে। তার মধ্যেই রোমহর্ষক ঘটনা। হঠাৎ এক মহিলাকে ছুরি মারলেন এক ব্যক্তি। অভিযুক্তকে ধরতে গেলে ভরা স্টেশনে ছুরি উঁচিয়ে ভয়ও দেখায় ওই ব্যক্তি। কোনওমতে পাকড়াও করা হয়েছে ওই ব্যক্তিকে। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে হাওড়া স্টেশনের নিরাপত্তা নিয়ে (Crime News)। আতঙ্কও ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় রিভু বিশ্বাসকে।
দিন-দুপুরে হাওড়া স্টেশন (Howrah Station) চত্বর এলাকা। সেখানেই এক মহিলাকে ছুরি মেরে খুন। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? পুলিশ সূত্রের খবর, বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী রিভু বিশ্বাস এবং ছেলে-মেয়েকে নিয়ে এসেছিলেন হাওড়া স্টেশনে। তাঁদের সঙ্গে ছিল তাঁদেরই পরিচিত বালেশ্বর যাদব নামে এক ব্য়ক্তি। বালেশ্বরের মুম্বই যাওয়ার কথা ছিল, তাকে ছাড়তেই পরিবারকে নিয়ে মুম্বই এসেছিলেন পিন্টু বিশ্বাস। পুলিশ সূত্রের খবর, হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে সবাই মিলে চা খাচ্ছিলেন। সেই সময়েই মাথা ব্যথার কথা জানান বালেশ্বর যাদব। তার জন্য পিন্টু বিশ্বাস বালেশ্বরের মাথার যন্ত্রণার জন্য ওষুধ কিনতে বেরিয়ে যান। সেই সুযোগে হঠাৎ বালেশ্বর যাদব তার ব্য়াগ থেকে ছুরি বের করে রিভু বিশ্বাসের উপর (Knife Attack) হামলা চালায়। ছুরি দিয়ে ওই মহিলার পেটে আঘাত করে বালেশ্বর। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন রিভু। তাঁর চিৎকারে সেখানে ছুটে আসেন অন্য যাত্রী এবং আরপিএফ। বালেশ্বরকে ধরতে গেলে ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখায়। পরে অভিযুক্তের হাত থেকে ছুরি পড়ে যায়। বালেশ্বরকে হাতেনাতে গ্রেফতার করে আরপিএফ, রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। পরে তাকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বালেশ্বর কেমন এমন করল, তা জানার জন্য এখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
আহত মহিলা রিভু বিশ্বাসকে ভর্তি করা হয়েছে হাওড়া হাসপাতালে। পরে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, পিন্টু বিশ্বাস তাঁর পরিবারকে নিয়ে মুম্বইতে বসবাস করতেন। পিন্টু ও বালেশ্বর একই হোটেলে কাজ করতেন। সেখান থেকেই তাঁদের পরিচয় হয়। এই খুনের পিছনে প্রেমঘটিত কোনও কারণ রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার (Golabari Police Station) পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভোটের আগে অর্জুন সিংকে চিঠি মোদির! কী লিখলেন প্রধানমন্ত্রী?