অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: হাওড়া স্টেশনের (Howrah Station)  ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা।  আর একই স্টেশনের  নিউ কমপ্লেক্সে সেই প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা দিয়ে কিনতে হবে। এনিয়ে বিভ্রান্তিতে যাত্রীরা।  রেল সূত্রে দাবি, পূর্ব (Eastern Railway) ও দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) প্ল্যাটফর্ম টিকিটের দামের ফারাকই এর কারণ।


একই স্টেশন, কিন্তু প্ল্যাটফর্ম টিকিটের দাম আলাদা। ১০-২০ নয়, দামের ফারাক ৪০ টাকা। একই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দু’রকম দাম নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। হাওড়া ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। অথচ, নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা।


কেন এই দামের ফারাক? গতবছরের ১২ মে স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সময়, রেলের তরফে জানানো হয়েছিল, স্টেশনে ভিড় এড়াতে যে কোনও জোন প্রয়োজনমতো প্ল্যাটফর্ম টিকিটের দাম নির্ধারণ করতে পারে। পূর্ব রেলের অধীনে থাকা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স প্ল্যাটফর্ম টিকিটের দাম নির্ধারণ করে ১০ টাকা। কিন্তু দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা নিউ কমপ্লেক্সে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা ধার্য করা হয়। 


তবে রেল সূত্রে দাবি, কেউ ওল্ড কমপ্লেক্স থেকে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট কিনে, নিউ কমপ্লেক্সে এলে, কোনও শাস্তির মুখে পড়বেন না। হাওড়া স্টেশনে মোট ২৪টি প্ল্যাটফর্ম। তার মধ্যে পূর্ব রেলের ট্রেন চলাচল করে ওল্ড কমপ্লেক্সের ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর নিউ কমপ্লেক্সে ১৬ থেকে ২৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলাচল করে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন। 


উল্লেখ্য, এদিকে  প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন (Local Train) চালুর অনুমতি দিল রাজ্য (West Bengal)।  শুরুতে ৫০ শতাংশ যাত্রী (Local Train Passengers) নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র মিলেছে। 


আরও পড়ুন: Hooghly: কীভাবে মানতে হবে করোনাবিধি? স্কুলের দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে সচেতনতার বার্তা