সুনীত হালদার, হাওড়া: ছট পুজোয় বাড়ি যাওয়া হল না যুবকের। সবজির দোকান বন্ধ করতে গিয়ে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocution Death) ঝাড়খণ্ডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুরজ সাউয়ের। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) সাঁকরাইলের চুনাভাটি এলাকায়। ওই যুবককে ভর্তি করা হয় আন্দুল রোডের এক বেসরকারি নার্সিংহোমে। সেখানে সন্ধেবেলায় তার মৃত্যু হয়। ঘটনায় নাজিরগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাঁকরাইলের চুনাভাটি এলাকার বছর ২৪ এর সুরজ সাউ দীর্ঘদিন ধরে সবজির ব্যবসা করতেন। আন্দুল রোডের ধারে সবজির দোকান ছিল ওই ব্যক্তির। পাশেই ছিল গোডাউন। সেখান থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে ফুটপাতের দোকান চালাত। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা সুরজ গতকাল দুপুর দোকান বন্ধ করতে যায়। সেইমতো দোকানের ছাতা গোটানোর কাজ শুরু করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয় বাসিন্দারা স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। নাজিরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


কালীপুজোর রাতে (Kali Pujo 2022) বাজি ফেটে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের। ছাত্রের মৃত্যুতে দীপাবলির উৎসবের রাতে শোকের ছায়া নেমে এল পরিবার-সহ গোটা এলাকায়। পুজোর আগে এক কুইন্টালের বেশি বাজি বাজেয়াপ্ত-সহ দুজনকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ (Minakhan Police Station)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর অবাদ মালঞ্চ মাঝেরপাড়ায় কালীপুজোর দিন রাতে এলাকার ছোটরা বাজি পুড়িয়ে আনন্দ করছিল। সেই সময় একটি তুবড়ি বাজিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তুবড়িটা ফেটে যায়। তুবড়িতে আগুন লাগিয়েছিল ওই নবম শ্রেণীর ছাত্র। বোমের স্প্রিন্টারের মত বাজির টুকরো ঢুকে যায় তার গলায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। স্থানীয় ও পরিবারের লোকেরা তড়িঘড়ি মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মিনাখাঁ পুলিশ পুজোর আগে, এক কুইন্টালে বেশি বাজি বাজেয়াপ্ত করেছে এবং দুজনকে গ্রেফতারও করেছে। তারপরও লুকিয়ে চুরিয়ে চলছে অবৈধ বাজি বিক্রি। এই ঘটনায় পুলিশ ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। 


আরও পড়ুন: Road Accident: ধূপগুড়িতে মুখোমুখি সংঘর্ষ বাস ও লরির, আহত ৮