রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে আসার সময় ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ সুপারি বোঝাই লরি এবং যাত্রিবাহী বাসের। দুর্ঘটনায় আহত কমপক্ষে আট জন। কোনও রকমে এড়ানো গিয়েছে প্রাণহানি। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 


সুপারি বোঝাই লরির সঙ্গে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত ৮


মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি শহর সংলগ্ন রেল স্টেশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর মুখোমুখি সংঘর্ষ বাধে সুপারি বোঝাই লরি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে।  


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে এগোচ্ছিল। ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ব্যারিয়ার পার করার সময় দুর্ঘটনায় পড়ে বাসটি। উল্টোদিক থেকে আসা দ্রুতগতির সুপারি বোঝাই লরিটির সঙ্গে মুখোমখি ধাক্কা লেগে যায়। তাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। 


আরও পড়ুন: Suvendu Adhikari: 'যে হাতে মেরেছেন, সেই হাতে পা ধরাব', পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর


দুর্ঘটনার শব্দে থতমত খেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা। দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি -সহ পাঠানো হয় গ্রামীণ হাসপাতালে। বেসরকারি যাত্রীবাহী বাসটির চালক-সহ আহত হন আটজন। পুলিশ বাস এবং লরিটিকে আটক করেছে। 


 বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু শিশুর, বিস্ফোরণে জখম আরও এক শিশু


এ দিকে,  উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। জখম হয়েছে ১০ বছরের এক বালক। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।







প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড।

 

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। গুরুতর জখম ১০ বছরের এক বালক। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। মজুত বোমা ফেটেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের।