সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ার (Uluberia) গঙ্গা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় জলের তোড়ে উল্টে গেল দুটি মাছ ধরার নৌকা। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে উলুবেড়িয়ার (Uluberia) দক্ষিণ জগদীশপুরে। স্থানীয় মৎসজীবীদের (Fisherman) থেকে জানা গিয়েছে, দুটি নৌকায় (Boat) করে নদীতে মাছ ধরার জন্য চারজন মৎস্যজীবী গিয়েছিল। সেই সময় একটি পণ্যবাহী জাহাজ মাঝ নদী দিয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎ প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। তাতেই দুটি নৌকা উল্টে যায়। আহত হন এক মৎস্যজীবী। দুটি নৌকা ডুবে গেলও তিনজন সুস্থ আছে বলে জানা গেছে।


কিছুদিন আগে পশ্চিম বর্ধমানের একটি খবর প্রকাশ্যে এসেছিল। নিজের নৌকা জলে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে এক নৌকা চালক নিজেই জলে তলিয়ে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাইথনের জলাধারে নিজের নৌকা বাঁচাতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যান নৌকা চালক সুলেমান আনসারি। বছর ষাটের ওই প্রৌঢ় বাথার বাড়ি গ্রামের বাসিন্দা। 


কিছুদিন আগেই সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় নিখোঁজ এক মৎসজীবী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিড়ী পুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রাম থেকে সুন্দরবনের ঝিলা ৫নং জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় নিখোঁজ হলেন শিবপদ সরকার নামে বছর পঞ্চান্নর এক মৎসজীবী।


পরিবার সূত্রে খবর, ঘটনার দিন ভোর নাগাদ স্ত্রী রিনা সরকার ও স্থানীয় শশাঙ্ক মন্ডল নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে চরঘেরি গ্রাম থেকে শিবপদ সরকার কাঁকড়া ধরতে ঝিলা ৫নং জঙ্গলে কাঁকড়া ধরতে যায়।সেদিন সকাল সাতটা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরছিল ঝিলা ৫নং জঙ্গলের নদীতে,তখন হঠাৎ একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে তাঁদের নৌকার উপর আছড়ে পড়ে শিবপদ সরকারকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। সঙ্গে থাকা তাঁর স্ত্রী ও সঙ্গী পিছনে বেশ কিছুটা ধাওয়া করলেও শেষমেশ বাঘ শিবপদকে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়লে তাঁরা গ্রামে ফিরে এসে খবর দেয়। খবর দেওয়া হয় বন দফতরকে। ঘটনার খবর পেয়ে নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর।সুন্দরবন ব্র্যাঘ্র প্রকল্পের অধিকর্তা তাপস মন্ডল জানান,' দুর্ঘটনার খবর পেয়েছি।নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।তবে যাঁরা মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন তাঁদের কোন বৈধ কাগজপত্র ছিল না।'