নয়াদিল্লি: দলের অন্দরে ভাঙন লেগেই রয়েছে। সেই আবহেই শোকের ছায়া নেমে এল গাঁধী পরিবারে। মারা গেলেন কংগ্রেস (Congress) সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia GAndhi) মা পাওলা মাইনো (Paula Maino)। শনিবার ইতালিতে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। কংগ্রেস সাংসদ  জয়রাম রমেশ ট্যুইটারে সনিয়ার মায়ের প্রয়াণের কথা জানিয়েছেন। গাঁধী পরিবারের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি আলাদা করে। 


একের পর এক নেতা কংগ্রেস ছাড়ছেন, তার মধ্য়েই শোকের ছায়া গাঁধী পরিবারে


গোলাম নবি আজাদের পর গত কয়েক দিনে পর পর একাধিক নেতা কংগ্রেস ছেডে় বেরিয়ে গিয়েছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে এমন ভাঙন দেখা দেওয়ায়, স্বভাবতই উদ্বেগ দেখা দিয়েছে। তবে তা নিয়েও রাজনৈতিক টানাপোড়েন অব্য়াহত। কারণ কংগ্রেস ছাড়ার পদত্যাগ পত্র থেকে শুরু করে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার, সর্বত্রই রাহুল গাঁধীকে নিশানা করেছেন আজাদ। রাহুলকে 'অপরিণত', 'অযোগ্য' বলেও কটাক্ষ করেছেন তিনি।



আরও পড়ুন: Jharkhand News: বাড়ি যেতে চাওয়ার 'অপরাধে' পরিচারিকার দাঁত ভাঙার অভিযোগ, বিতর্কে নেত্রীকে সাসপেন্ড বিজেপির


সেই আবহেই সনিয়ার মায়ের প্রয়াণ ঘটল। যদিও এই মুহূর্তে বিদেশেি রয়েছেন গাঁধীরা। করোনা থেকে সেরে ওঠার পর থেকে একাধিক বার অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে সনিয়াকে। সম্প্রতি ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। দলে ডামাডোল অবস্থার মধ্যেই তাই চিকিৎসা করাতে তাঁকে নিয়ে বিদেশে উড়ে যান রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। 


এই দুঃসময়ে গাঁধী পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন দলের নেতারা। কংগ্রেস নেতা নীরজ কুন্দন ট্যুইটারে লেখেন, 'গোটা পরিবারকে সমবেদনা জানাই। এই শোকের সময়ে আমরা পাশে আছি'।


কংগ্রেস নেতারা সমবেদনা জানিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন


কংগ্রেস নেতা আদিত্য গোস্বামী ট্যুইটারে লেখেন, 'শ্রীমতি সনিয়া গাঁধীর মা পাওলা মাইনো ২৭ অগাস্ট নিজের বাড়িতে শেষ নিঃশ্বাত ত্যাগ করেছেন। কংগ্রেস সভানেত্রী, রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছেন গতকাল।'