সুনীত হালদার, হাওড়া : দিনদুপুরে শিক্ষিকার ফ্ল্যাটে চুরি (Theft)। প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার সোনার গয়না ও দেড় লক্ষ টাকা নগদ চুরি গেছে বলে দাবি ফ্ল্যাটের মালিকের ৷ গতকাল হাওড়ার (Howrah) চুনাভাটি এলাকায় ঘটনাটি ঘটে।


পুলিশ জানিয়েছে, মমতা ঘোষ নামে এক শিক্ষিকার  ফ্ল্যাটের দরজা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। সাঁকরাইলের চুনাভাটিতে আন্দুল রোডের একটি বহুতলের দোতলার ১০২ নম্বর ফ্ল্যাটে একাই থাকেন মমতা ঘোষ । সোমবার সকালে পড়ানোর  জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে দরজার তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢোকে চোরেরা। আলমারির ভেতর থেকে যাবতীয় টাকা, সোনার গয়না এবং ল্যাপটপ চুরি করে নেয় দুষ্কৃতীরা।


মমতাদেবী জানান, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে কাজে বেরিয়ে যান। বারোটা নাগাদ বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটের দরজায় তালা নেই। এমনকী বন্ধ করা আছে। ঘরে ঢুকে দেখেন, আলমারির জিনিসপত্র ছড়ানো-ছিটানো এবং তাঁর গয়নার বাক্স ভেঙে সমস্ত চুরি গেছে। চারটি সোনার হার, চারটি কানের দুল, হাতের বালা, নাকছাবি সহ ১৫ থেকে কুড়ি লক্ষ টাকার সোনার গয়না ছিল। 


মাস চারেক আগে তিনি এই নতুন ফ্ল্যাটে উঠে এসেছেন। আরেকটি নতুন ফ্ল্যাট কেনার কথা বার্তা চলছিল। সেই জন্য দেড় লক্ষ টাকা নগদ ঘরে রাখা ছিল। এমনকী সোনার গয়নার বাক্স লকারে রাখার ছিল। চাবি জামার পকেটে রাখা ছিল। চোরেরা জামাকাপড় ঘেঁটে এবং লকারের চাবি নিয়ে গয়নার বাক্স খুলে সব কিছু চুরি করে নিয়ে চম্পট দেয়। এনিয়ে তিনি রাতেই সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


তিনি জানান যে, এই ফ্ল্যাটে একাই থাকতেন। একমাত্র সম্বল ছিল গয়না এবং নগদ টাকা। সব কিছু চুরি হয়ে গেল। এই চুরির পিছনে পরিচিত কেউ আছে বলে তিনি মনে করছেন। পুলিশকে পুরো ঘটনা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে।