সুনীত হালদার, হাওড়াঃ আজ বড়দিন (Christmas)। আর এঈ বিশেষ দিনে জমজমাট উলুবেড়িয়ার (Uuberia) গড়চুমুক পর্যটন কেন্দ্র। হাজার হাজার মানুষের ভিড় পর্যটন কেন্দ্রে। দামোদর নদীর পাড়ে পিকনিকের আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ। পুলিশের পক্ষ থেকে ক্যাম্প করে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ আছে ডিজে বক্স বাজানো। পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং। তবে সবকিছুর মধ্যেও মানুষের আনন্দে কোনও বাধা পড়েনি। এদিন সকাল থেকেই সেই এলাকায় ভিড় বেড়েছে ক্রমেই। 


আজ বড়দিন। কলকাতা থেকে জেলা। উৎসবের মুডে রাজ্যবাসী৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। আর তাই নিয়েই আজ থেকেই উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা রাজ্য। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।





অন্যদিকে, বড়দিন উপলক্ষ্যে এলগিন রোড হয়ে উঠল ফান স্ট্রিট। খুশিতে মাতোয়ারা আট থেকে আশি। রাস্তাজুড়ে কেউ খেলছে ক্রিকেট, ব্যাডমিন্টন, কেউ ক্যানভাসে ছবি আঁকছে। কেউ আবার রঙ্গোলিতে মেতে উঠেছে। ডিজে-র তালে তালে পা মেলাচ্ছেন অনেকে। ভোর হতে না হতেই এলগিন রোড জমজমাট। ফান স্ট্রিটের উদ্যোক্তা ভবানীপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এবার ৫ বছরে পা দিল তাদের বড়দিনের উৎসব। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু।                                                         


বড়দিনকে স্বাগত জানাতে তৈরি কলকাতা৷ কেকের সুবাস, রঙিন আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। আর তাই নিয়েই আজ থেকেই উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা কলকাতা। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।