সুনীত হালদার, হাওড়া : সচরাচর এমন সুযোগ হয় না। তাই, সুযোগ পেয়ে তা হাতছাড়া করলেন না টোলপ্লাজার কর্মীরা।


দ্বিতীয় হুগলি সেতুতে চলল ক্রিকেট ম্যাচ। গতকাল গভীর রাতে সেতু মেরামতির কারণে দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। আর এই সুযোগেই জমিয়ে ক্রিকেট খেললেন টোল প্লাজার কর্মীরা। হঠাৎ নাইট ম্যাচ খেলার সুযোগ পেয়ে যারপরনাই খুশি তাঁরা।


প্রায় মাস দু'য়েক সময় ধরে দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ করছে এইচআরবিসি কর্তৃপক্ষ। সেতুর দু'টি লেনেই দিনের এবং রাতের বেলায় আংশিকভাবে যান চলাচল করছে। গতকাল রাত ১টা থেকে ৩টে পর্যন্ত ব্রিজের যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। মূলত মেরামতির সময় যাতে সেতুতে কোনও কম্পন না হয় সেই কারণেই বন্ধ ছিল ভারী যান চলাচল। গভীর রাতে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা লরি এবং ট্রাক কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোড ক্রসিংয়ের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। আবার কলকাতা থেকে হাওড়াগামী লরি এবং ট্রাক নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়।


এদিকে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সেই সুযোগ ক্রিকেট খেলতে ব্যস্ত হয়ে পড়লেন টোল প্লাজার কর্মীরা। সেতুর ওপর ক্রিকেটের পিচ বানিয়ে ব্যাট বল হাতে নেমে পড়েন তাঁরা। তখন সেতু আস্ত একটা ক্রিকেট মাঠের চেহারা নিয়েছে। নিঝুম রাতে যান চলাচল নেই। শুধুমাত্র ব্যাট-বলের খুট খাট শব্দ এবং আউট-আবেদনের শব্দে রাতের নিস্তব্ধতা যেন ভেঙে খান খান হয়ে গেল। হঠাৎ এই রকম সুযোগ পেয়ে যারপরনাই খুশি টোল প্লাজার কর্মীরা। তাঁরা জানিয়েছেন, এর আগেও এইরকম সুযোগ মিলেছিল দু'- একবার। তখন ক্রিকেট খেলা না হলেও, এবার আর সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হননি তাঁরা।


রাত ৩টে পর্যন্ত ইঞ্জিনিয়াররা জরুরি ভিত্তিতে কাজ করেন। ৩টের পর যান চলাচল শুরু হলে ধীরে ধীরে সেতুর পরিস্থিতি স্বাভাবিক হয়।


১৯৯২ সালে চালু হয় ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু। কয়েক মাস আগে স্বাস্থ্য পরীক্ষা হয় ৩ দশকের বেশি পুরনো এই সেতুর। তারপরেই সংস্কারের সিদ্ধান্ত নেয় সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন। সংস্কারের জন্য় নভেম্বর থেকে এই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে