কলকাতা : আবার রেলযাত্রীদের ভোগান্তির আশঙ্কা। এবার চিন্তা বাড়ল হাওড়া স্টেশন হয়ে যাতায়াত করা যাত্রীদের। ব্রিজ মেরামতির জন্য রেলের হাওড়া ডিভিশনের হাওড়া -তারকেশ্বর - গোঘাট ব্রাঞ্চ লাইনে শনিবার  ও রবিবার একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। রেলওয়ে এই বিষয়ে নির্দেশিকায় রেল জানিয়েছে। সেই সঙ্গে মাইকে জানানো হচ্ছে স্টেশনে স্টেশনে। 

শনি ও রবি বাতিল একাধিক ট্রেন

পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের হাওড়া-তারকেশ্বর - গোঘাট শাখায় নসিবপুর ও দিয়ারা স্টেশনের মাঝে ১৬ নম্বর রেল ব্রিজ সারানো হবে। এছাড়া  সিঙ্গুর ও নসিবপুর স্টেশনের মাঝে ২১ নম্বর ব্রিজও মেরামতি হবে সপ্তাহান্তে। এর জেরে  শনিবার রাত থেকে রবিবার বেলা অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হচ্ছে। শনিবার রাতে ২দুটি আপ ও ১টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।  রবিবার বাতিল করা হয়েছে ১৪টি ডাউন ট্রেন ও ১২টি আপ ট্রেন । 

হাওড়া থেকে বাতিল করা হচ্ছে কোন কোন ট্রেন ?

শনিবার হাওড়া থেকে বাতিল করা হচ্ছে - রাতের আপ  হাওড়া -তারকেশ্বর 37349, 37351 এবং ডাউন তারকেশ্বর -হাওড়া 37354 । রবিবার বাতিল করা হচ্ছে -  ডাউন তারকেশ্বর-হাওড়া  37312, 37314, 37316, 37318, 37320, 37356, 37322, 37328 । 

আর কোন কোন ট্রেন বাতিল ?                           

এছাড়া তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত কয়েকটি ট্রেন বাতিল থাকবে। তার মধ্যে রয়েছে 37412, 37416 নম্বর লোকাল। গোঘাট থেকে হাওড়া 37372, গোঘাট থেকে তারকেশ্বর 37390, আরামবাগ থেকে হাওড়া 37360, হরিপাল থেকে হাওড়া 37308 নম্বর ট্রেনগুলো বাতিল করা হয়েছে।  এছাড়া আপ হাওড়া - গোঘাট 37371, 37373, হাওড়া থেকে তারকেশ্বর 37309, 37353, 37311, 37313, 37315, 37317, শেওড়াফুলি থেকে তারকেশ্বর 37411, 37415, হাওড়া থেকে আরামবাগ 37359, হাওড়া থেকে হরিপাল 37307 লোকাল বাতিল করা হয়েছে।                        

নিত্যযাত্রীদের আশঙ্কা,  রবিবার ছুটির দিন হলেও অনেককেই কাজের জন্য বেরোতে হয়। ট্রেন বাতিলের জন্য হয়রানি হবে তাঁদের। তারকেশ্বর শাখায়  ট্রেনের সংখ্যা এমনিতেই কম, বাড়ালে সুবিধা হবে, মত যাত্রীদের। এছাড়া এমনিই রবিবার কম ট্রেন থাকায় মহিলা বগি ভিড়ে ঠাসা থাকে, তাই ট্রেন বন্ধ থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করছেন মহিলা যাত্রীরা।  

আরও পড়ুন :

শনি ও রবিবার বহু ট্রেন বাতিল এবার শিয়ালদা শাখায় ! পরিষেবা স্বাভাবিক হবে কখন ?