Reserve Bank of India: গতকাল শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট ৬৮ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে এই দুই ব্যাঙ্কের উপরে। রেগুলেটরি নীতি (RBI Fine) লঙ্ঘন করার অভিযোগে এই জরিমানা আরোপ করা হয়েছে। ঠিক দু'দিন আগেই একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক, ব্যাঙ্কের (RBI Rules) গ্রাহকদের টাকা তুলতে না পারার কথা প্রকাশ্যে এসেছিল। তা নিয়ে সমস্ত গ্রাহকরা ভিড় জমিয়েছিলেন ব্যাঙ্কের শাখার সামনে। এবার নতুন করে আরও ২টি ব্যাঙ্ককে জরিমানা করল আরবিআই।

নৈনিতাল ব্যাঙ্ক (Nainital Bank) এবং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Ujjivan Small Finance Bank) উপরে এই জরিমানা ধার্য করা হয়েছে। একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেডের উপরে ৬১.৪০ লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ঋণের উপর সুদের হার সংক্রান্ত বিধি না মানার কারণে এবং ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা বজায় না রাখার কারণে।

একইসঙ্গে ৬.৭০ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয় উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের উপরে ঋণ ও অগ্রিম সংক্রান্ত বিধি না মানার কারণে। জানা গিয়েছে ঋণ সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ উল্লঙ্ঘন করেছে এই স্মল ফিনান্স ব্যাঙ্ক।

এই সংস্থার উপরেও জরিমানা আরোপ করা হয়েছে

এই দুই ব্যাঙ্ক ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের তরফে শ্রীরাম ফিনান্সের উপরে ৫.৮০ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। কেওয়াইসি গাইডলাইন না মানার কারণে এই জরিমানা ধার্য করা হয়েছে বলেই জানা গিয়েছে। সমস্ত ক্রেডিট ইনফরমেশন সংস্থাগুলিকে যথাযথ তথ্য না দেওয়ার কারণেও এই জরিমানা করা হয়েছে।

কী জানিয়েছে আরবিআই

রিজার্ভ ব্যাঙ্ক তিনটি আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে যে এই জরিমানা করার মূল কারণ হল বিধিভঙ্গ। এই জরিমানার ফলে ব্যাঙ্ক ও তার গ্রাহকদের মধ্যে লেনদেনে কোনো প্রভাব পড়বে না। এমনকী এই জরিমানার অর্থ ব্যাঙ্কগুলির রেজিস্ট্রেশন বাতিল করাও নয়। অর্থাৎ এরপরে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলির উপরে কড়া পদক্ষেপ নিতে পারে।

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের শেয়ার

গতকাল শুক্রবার বাজার বন্ধের সময় এই স্মল ফিনান্স ব্যাঙ্কের শেয়ারের দামে ২.২ শতাংশ পতন এসেছে। ১৪ ফেব্রুয়ারি ৩৩.২০ টাকায় বন্ধ হয়েছে এই শেয়ারের দাম। বিগত ৬ মাসের মধ্যে এই শেয়ারে ২০ শতাংশ পতন এসেছে।  

আরও পড়ুন: SBI FD Interest: শেয়ার বাজারের ধসে স্টেট ব্যাঙ্কে এফডি করলে কত পাবেন ? পাঁচ বছরে ৫, ১০ লাখ রাখলে কত রিটার্ন