সমীরণ পাল, বনগাঁ: শিক্ষক নিয়োগে দুর্নীতির (Primary TET Scam) অভিযোগে বাগদার চন্দনের পর এবার বনগাঁর (Bongaon) চন্দনের (Chandan) বিরুদ্ধে এফআইআর (FIR)। অভিযুক্ত সুকান্ত ওরফে গোপাল মাহাতো বনগাঁ হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। তাঁর বিরুদ্ধে শিক্ষকের চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি না হওয়ায়, টাকা ফেরত চাইলে, অভিযুক্ত প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীর বাবার। যদিও এ নিয়ে অভিযুক্তের প্রতিক্রিয়া মেলেনি।                     


উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা হলেন সুকান্ত মাহাতো । তিনি বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক । বনগাঁর শিমুলতলার বাসিন্দা প্রশান্ত কুন্ডুর মাধ্যমিক পাশ মেয়েকে প্রাথমিক স্কুলের চাকরি করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসেবে প্রশান্ত কুন্ডুর কাছ থেকে তিনি ছয় লক্ষ টাকা আদায় করেন। কিন্তু গত বছর সেই টাকা দেওয়া হলেও এখনও পর্যন্ত মেয়ের চাকরি হয়নি। অবশেষে ওই টাকা ফেরত চান প্রশান্ত বাবু । বারবার তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলে প্রশান্ত বাবুকে খুন করার হুমকি দেয় সে। অবশেষে কোন উপায় না দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হন প্রশান্ত বাবু এবং তাঁর মেয়ে।


আরও পড়ুন, "তান্ত্রিকতায় এগুলো হয়, দক্ষিণেশ্বরে হয় না", মহুয়ার কালী বিতর্কে নানা মত বিদ্বজ্জনদের


২০২১ সালে সেই টাকা দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত চাকরি হয়নি তাঁর। এমনকি টাকা ফিরিয়েও দেওয়া হয়নি। বারবার তাদেরকে বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ। 


রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে এমনিতেই তরজা চলছে। তাই এই বিষয়টি সামনে আসার পরও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি-র (BJP) কটাক্ষ, শুধু চাকরি পাইয়ে দেওয়া নয়, বদলির নামেও টাকা নিয়েছেন গোপাল মাহাতো। বিচারাধীন বিষয়, আদালত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য এড়িয়েছে তৃণমূল (TMC)।