মুম্বই: ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেও খেতাব হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। ফাইনালে পরাজিত হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয়। এক দশকের আইসিসি ট্রফির খরা কাটাতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দিকেই তাই নজর থাকবে ভারতীয় দলের। কোন পথে সেই বিশ্বকাপের দিকে টিম ইন্ডিয়া, তা নিয়ে দ্রুতই ম্যানেজমেন্ট ও বিসিসিআইকে (BCCI) সিদ্ধান্ত নিতে হবে।


বকলমে রোহিত শর্মা তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক থাকলেও, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত একটিও আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলেননি। তাঁর অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই মূলত টিম ইন্ডিয়াকে এই ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন। তবে পরের বছরের বিশ্বকাপে কি হার্দিকই ভারতকে নেতৃত্ব দেবেন, না রোহিত ফিরবেন দলে, সেই নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। খবর অনুযায়ী বোর্ড তাঁকে নিয়ে কী ভাবছে, সেই বিষয়ে রোহিতও না কি তাঁদের থেকে দ্রুতই নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য বলেছেন।


বিসিসিআই ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়িয়েছে। সদ্যই অধিনায়ক রোহিত এবং কোচ রাহুলের সঙ্গে নয়াদিল্লিতে এক বৈঠকে বসেছিলেন বিসিসিআই আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, রোহিত ভিডিও কলের মাধ্যমে সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি না কি নির্বাচকদের প্রশ্ন করেন তাঁকে নিয়ে তাঁদের কী পরিকল্পনা রয়েছে। ওই বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান রোহিত বৈঠকে নির্বাচকদের উদ্দেশে বলেন, 'আপনারা যদি আমায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে নিতে চান, তাহলে আমায় এখনই জানান আমি কীভাবে কী প্রস্তুতি নেব।'


বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে রোহিত খেলেননি। সামনেই দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সফরেও সীমিত ওভারের ফর্ম্যাটের জন্য রোহিত বিশ্রাম চেয়েছিলেন, যা মঞ্জুরও করা হয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। রোহিত, হার্দিকের অনুপস্থিতিতে অজ়িদের পর প্রোটিয়াদের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ়ে সূর্যকুমার যাদবকে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে যাবে। শোনা যাচ্ছে ভারতীয় নির্বাচকরা হয়তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারুণ্যের দিকে ঝুঁকতে পারেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ধীরে ধীরে সুস্থতার পথে, ভারোত্তোলন থেকে সাইকেলিং, কড়া জিম সেশনের ভিডিও শেয়ার করলেন পন্থ