সুনীত হালদার, হাওড়া: সকাল সকাল লিলুয়া স্টেশনের কাছে একটি খালি ট্রেন লাইনচ্য়ুত হওয়ায় হাওড়া স্টেশনে নিত্যযাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়ায়। সকাল সাতটা দশ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর মেলে। তবে এত দ্রুতই তৎপর হয় পূর্ব রেলওয়ে যাত্রীদের সমস্যায় পড়তে হয়নি বলেই জানিয়েছে, রেল কর্তৃপক্ষ। সেই সময় দুর্ঘনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। লাইনচ্যুত কামরা ট্র্যাকে তোলার কাজ শুরু হয়। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়াও হয় ।
পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, একটি খালি ইএমইউ রেক শ্যাওড়াফুলি থেকে হাওড়া যাওয়ার সময়, লিলুয়ায় ডাউন মেইন লাইন থেকে রিভার্সিবল লাইনে ডাইভার্ট করার সময় লাইনচ্যুত হয়। ঘড়িতে তখন সাতটা পাঁচ। এই লাইনচ্যুতির ফলে, লিলুয়ায় ডাউন মেইন লাইন এবং রিভার্সিবল লাইনে যাতায়াত প্রভাবিত হয় বলে জানায় পূর্ব রেল। আপ মেইন লাইনে যাতায়াতেও অসুবিধা তৈরি হয়। সেই সময় যাত্রী দুর্ভোগ এড়াতে আপ মেইন লাইনের ট্রেনগুলি আপ হাওড়া - বর্ধমান কর্ড লাইন ব্যবহার করে বেলুড় পর্যন্ত চালানো হয়। সেখান থেকে ফের আপ মেইন লাইন নেয় ট্রেনগুলু। এভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হয় রেলের তরফে। এর ফলে যাত্রীরা সমস্যায় তেমন ভাবে পড়েননি বলেই জানিয়েছে রেল। ডাউন লাইনে ট্রেন চলাচল ফের ০৮:১৮য় চালু হয়, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
ভাগ্যক্রমে রেকটি খালি থাকায় এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। সকাল ১১ টা নাগাদ রেলের কাজ সম্পন্ন হয়। তখন আপ মেইন লাইন দিয়েও স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন :
সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
রেলের তরফে জানানো হয়েছে, ডাউন মেইল/এক্সপ্রেস ট্রেন, যথাক্রমে 13010 ডিএন দুন এক্সপ্রেস, 13020 ডিএন বাঘ এক্সপ্রেস এবং 15712 ডিএন কাটিহার-হাওড়া এক্সপ্রেস স্বল্প সময়ের জন্য বিলম্বিত হয়। এছা়ড়া আর কোনও সমস্যার খবর নেই বলেই দাবি করেছে রেল।