Narendra Modi Exclusive : ভোটের শেষ দফার আগে প্রধানমন্ত্রীর মুখোমুখি সুমন দে, মোদির দীর্ঘতম সাক্ষাৎকার দেখুন এবিপি আনন্দে

Narendra Modi Exclusive On ABP Ananda With Suman De : পয়লা জুন ভোটের শেষ দফা। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ। নরেন্দ্র মোদির দীর্ঘতম সাক্ষাৎকার। কার দখলে দিল্লি, আজ রাত ৮।

Continues below advertisement

কলকাতা : লোকসভা ভোটের (Lok Sabha Election) সপ্তম দফা শনিবার , ১ জুন। ভোট সপ্তমীর আগে এবিপি আনন্দে (ABP Ananda) এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)। কথা বললেন নিজের বাসভবনে। মুখোমুখি এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শেষ দফা ভোটের আগে ৭, লোক কল্যাণ মার্গে, প্রধানমন্ত্রীর বাসভবনে বসে, নিজের গত ১০ বছরের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত কথা বললেন তিনি। মতামত জানালেন ইদানীং কালের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে। যেমন, বাংলায় ইডির বাজেয়াপ্ত ৩০০০ কোটি টাকা রাজ্যে ফেরাবেন বলেছিলেন, কতদূর এগোল সেই প্রক্রিয়া? বাংলায় কোনওদিন ক্ষমতায় এলে কী করবেন শিল্প আর কর্মসংস্থানের জন্য? বারবার ধর্মীয় সংস্থাগুলোর নাম জড়াচ্ছে রাজনীতিতে। কী চোখে দেখেন একে? কেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক মঞ্চে যাবেন সন্ন্যাসী? তৃণমূল জমানার সব ওবিসি সার্টিফিকেট বাতিল হাইকোর্টে, মুখ্যমন্ত্রী বলছেন, 'বিজেপির রায়', আপনি কী বলবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘতম সাক্ষাৎকার প্রচারিত হতে চলেছে মঙ্গলবার রাত ৮ টায়। 

Continues below advertisement

 

এদিনই কলকাতায় হাইপ্রোফাইল রোড শো নরেন্দ্র মোদির। আর আগামী ১ জুনই নরেন্দ্র মোদির নিজের কেন্দ্র বারাণসীতে নির্বাচন। সব মিলিয়ে সপ্তম দফা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সুদীর্ঘ কথোপকথন দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ-এ , ঠিক রাত ৮ টায়। বাংলার নির্বাচনী ইস্যুগুলি নিয়ে বিস্তারিত জবাব দিয়েছেন মোদি। দেখতে পাবেন সরাসরি এবিপি আনন্দর ওয়েব সাইট, ফেসবুক পেজ ও ইউটিউবেও। চোখ রাখুন নিচের লিঙ্কে। 

আরও পড়ুন : 

সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।            

Continues below advertisement
Sponsored Links by Taboola