সুনীত হালদার, বাগনান (হাওড়া) : পরিকল্পিত খুন (Planned Murder)! হাওড়ার (Howrah) বাগনানের (Bagnan) কালিকাপুরে ৩টি বাঘরোলকে (Fishing Cat) বিষ (Poison) খাইয়ে খুনের গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। জানা গিয়েছে, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এপআইআর দায়ের হয়েছে। তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার তারা। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন বাঘরোলের ময়নাতদন্তের পর তাদের দেহে বিষের উপস্থিতি দেখা গিয়েছে। যে ঘটনা জানাজানি হতেই বন দফতরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয় দুই অভিযুক্তের নামে। উলুবেড়িয়ার রেঞ্জার বলেছেন, 'ঘটনার পরই পুলিশ ও আদালতের দ্বারস্থ হই। আদালত-পুলিশ-স্থানীয় মানুষ সকলের থেকেই যথেষ্ট সাহায্য আমরা পেয়েছি। ফেরার দুই অভিযুক্তের খোঁজ দিলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি খোঁজ প্রদানকারীকে সামাজিক সম্মানও দেওয়া হবে। আমরা আশা রাখছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে অভিযুক্তদের।'
আরও পড়ুন- দত্তপুকুরে মুরগির ফার্মে ধরা পড়ল বাঘরোল, উদ্ধার করে নিয়ে গেল বন দফতর
প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাবপুর মেঠোপাড়ায় বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছিল কয়েকদিন ধরে! স্থানীয় মুরগির ফার্মে প্রতিদিনই কয়েক'শ মুরগি মেরে যাচ্ছিল কোনও অজানা প্রাণী। মুরগির ফার্মের মালিকরাই এরপর একটি খাঁচা তৈরি করেন। সেই খাঁচায় রবিবার রাতে একটি বাঘের মতো প্রাণী ধরা পড়ে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ প্রহরী’কে। তারাই বারাসাতের বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্তারা এসে সোমবার দুপুরে প্রাণীটিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে বন দফতরের দাবি, এটি ফিশিং ক্যাট বা বাঘরোল। অনেকটাই চিতা বাঘের মতো দেখতে।