কলকাতা: তিলজলায় (Tiljala) বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ ব্যবসায়ীর (Businessman Suicide)। লকডাউন (Lockdown ) পর্বে ব্যবসায় মন্দার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম সুরজ আগরওয়াল। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, সন্তানকে নিয়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই ব্যবসায়ী।


সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। এরপর আজ সকাল পৌনে ৬টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta National Medical College Hospital) নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


অন্যদিকে আজই মানিকতলায় (Maniktala) যুবকের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ (Hanging Body Rescued)। মৃতের নাম রূপক ধাড়া। পরিবার সূত্রে খবর, গাড়ির যন্ত্রাংশ মেরামতির কাজ করতেন বছর ছাব্বিশের যুবক। গতকাল রাতে ঘরের ভিতরেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মেলেনি সুইসাইড নোট। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ (Maniktala Police Station)।


আরও পড়ুন: Hooghly News: সিঙ্গুরে কেন ২ ভাইকে খুন করল অভিযুক্ত, এখনও ধোঁয়াশায় মৃতের পরিবার


সম্প্রতি হায়দরাবাদেও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। দর্জি স্বামী কেন পছন্দ মতো ব্লাউজ সেলাই করে দেননি । এই নিয়ে স্বামী-স্ত্রীর তুঙ্গে বিবাদ ! তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মহিলা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গিয়েছে হায়দরাবাদ থেকে। 

সূত্রের খবর, মহিলার বয়স ৩৬। তাঁর স্বামী, পেশায় দর্জি। জানা গিয়েছে, বউয়ের আবদার ছিল তাঁর পছন্দমতো ব্লাউজের ডিজাইন অনুসারে সেলাই করে দিতে হবে। তা নাকি দেননি স্বামী। তার পরেই শুরু হয় বাগবিতণ্ডা। এরপরই নাকি রাগ করে দোর দেন ওই মহিলা। তারপর তাঁর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।  শনিবার রাতের ঘটনা। এরপরই নাকি ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়।