সুনীত হালদার, হাওড়া:  হাওড়ায় (Howrah News) পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপি (BJP) নেতার। পিকআপ ভ্যানে পণ্য নিয়ে ফিরছিলেন তিনি।  বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। তাতেই মৃত্যু হয় ওি বিজেপি নেতার।  তাঁর এক সঙ্গীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে (Road Accident)। 


পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেতার


হাওড়ার উলুবেড়িয়া দুর্ঘটনাটি ঘটে। মৃত বিজেপি নেতাকে অমল মাইতি হিসেবে শনাক্ত করা গিয়েছে। তিনি বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। পণ্য নিতে নিয়ে কোলাঘাটে ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ পিক আপ ভ্যানে বরানগরের আলমবাজার থেকে পণ্য বোঝাই করে কোলাঘাটে ফিরছিলেন ওই বিজেপি নেতা। সেই সময় প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় পিক আপ ভ্যানটি। গুরুতর জখম অবস্থায় বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিজেপি নেতার সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।


আরও পড়ুন: North 24 Paraganas: আমের গুদামে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি বলে দাবি ব্যবসায়ীদের


অন্য দিকে, উত্তর ২৪ পরগণার আমডাঙার কামদেবপুরহাটে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি আমের গুদাম (Mango store room)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ২টো নাগাদ আমের গুদামটিতে আগুন লাগে। দমকল কর্মীরা (fire department) এসে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


আমডাঙায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই গুদাম


ব্যবসায়ীদের আশঙ্কা, বিধ্বংসী আগুনের প্রকোপে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাঁদের। কিন্তু মাঝরাতে হঠাৎ কীভাবে আগুন লাগল ওই গুদামে, তা বিয়ে ধন্দ রয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।