সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের (fire) খবর। এবার আগুনের শিকার উত্তর ২৪ পরগনার (North 24 paraganas) আমের গুদাম।
আমডাঙার গুদামে আগুন
উত্তর ২৪ পরগণার আমডাঙার কামদেবপুরহাটে আমের গুদামে (Mango store room) আগুন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ২টো নাগাদ আমের গুদামে আগুন লাগে। দমকল কর্মীরা (fire department) এসে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীদের আশঙ্কা, আগুন লেগে যাওয়ায় অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু মাঝরাতে হঠাৎ কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: SLST Recruitment: মাঝরাতে মিছিল নিয়ে কালীঘাট রওনা, SLST চাকরিপ্রার্থীদের ঘিরে হুলস্থুল কাণ্ড
দেশের অন্যান্য জায়গায় অগ্নিকাণ্ড
দিল্লিতে অগ্নিকাণ্ডে ৩০ জনের মৃত্যুর খবরের আবহেই এবার অমৃতসরের হাসপাতালে আগুন (Fire at Amritsar Hospital)। শনিবার দুপুরে অমৃতসরের গুরু নানক দেব (Guru Nanak Dev) হাসপাতালে আগুন লাগে। আতঙ্কে রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।
ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। আগুন ছড়িয়ে পড়ার আগেই নেফ্রোলজির ৬টি ওয়ার্ড, দুটি স্কিন ও তিনটি সার্জিক্যাল ওয়ার্ড থেকে রোগীদের বের করে নেওয়া হয়। নিরাপদে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা অফিসবাড়িতে ভয়াবহ আগুনে দুই দমকলকর্মী-সহ ৩০ জনের মৃত্যু হয়েছে। জখম বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় ইলেকট্রনিক্স সরঞ্জাম নির্মাতা সংস্থার দুই মালিক হরিশ ও বরুণ গোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক মণীশ লাকড়া পলাতক। বাড়ি মালিক ছাদের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে একাধিক অফিস থাকা সত্ত্বেও দমকলের NOC ছিল না।