সুনীত হালদার, উলুবেড়িয়া : মর্মান্তিক। পড়ুয়াদের নিয়ে পুকুরে উল্টে গেল একটি পুলকার। দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু। তাদের নাম- ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১), আরিন দাস (৯)। পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় দ্রুত গতিতে থাকা পুলকারটি।
ঘটনা বিস্তারিত...
সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার সময় পুলকারটি দ্রুত গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে উল্টে যায় পুলকারটি। উলুবেড়িয়ার জগদীশপুর এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ জন ছিল গাড়িটিতে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বহিরা দাসপাড়ার দিকে পড়ুয়াদের নামাতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসী। পুলকার থেকে পড়ুয়াদের বের করে সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন গুরুতর আহত। ওই হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ। পুকুর থেকে তোলা পুলকারটি আটক করেছে পুলিশ। সেটির ফরেন্সিক পরীক্ষা করে হবে বলে জানানো হয়েছে।
রাজ্যজুড়ে বিভিন্ন বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন স্কুলবাসে যাতায়াত করে। আবার সুবিধামতো অনেক অভিভাবক সন্তানদের জন্য পুলকারেও যাতায়াতের ব্যবস্থা করেন। এহেন পুলকারে দুর্ঘটনার খবর মাঝেমধ্যেই সামনে এসেছে সাম্প্রতিক সময়ে। গত মার্চ মাসেও পুলকারে দুর্ঘটনার ঘটনা ঘটে। শিলিগুড়িতে।
স্কুল পড়ুয়াবাহী চলন্ত পুলকারে হঠাৎ আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচে ১৪ জন স্কুল পড়ুয়া। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। সেই সময় দেবীডাঙার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোনও ক্ষতি হয়নি।
২০২৪ সালেও ঘটে পুলকার দুর্ঘটনা। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক। দুমড়ে মুচড়ে যায় পুলকার। সায়েন্স সিটির দিক থেকে ধাপার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারেন পুলকারের চালক। পুলকারের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।