সুনীত হালদার, হাওড়া: বাগনানের তামুল তলায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা পিক আপ (Pick Up Van) ভ্যানের সঙ্গে ধাক্কা অটোর। মৃত এক শিশু ও আহত চার। ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের (Police) গাফিলতির অভিযোগ নিয়ে পুলিশে কিয়স্কে আগুন ধরিয়ে দেয়। ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের(National Highway) যানজট। জানা যায় বাগনান (Bagnan) থানার তামুল তলায় একটি অটো যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে ছিল আচমকা ঐ দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মারে পিক আপ ভ্যান। ঘটনাস্থলে সাত বছরের শিশুর মৃত্যু হয়। আহত হয় আর ও চার জন। ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটেছে অভিযোগ নিয়ে পুলিশের কিয়স্কে আগুন ধরিয়ে দেয় ও রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ডোমজুড়ে পথ দুর্ঘটনায় খালাসির মৃত্যু
জাতীয় সড়কে চলন্ত লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের। মৃত্যু হল ম্যাটাডোরের দুই খালাসির। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ হাওড়ার ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ডানকুনিগামী পণ্যবোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরির পিছনে ধাক্কা মারে। ম্যাটাডোরের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভিতরে আটকে পড়েন চালক ও দুই খালাসি। পরে গ্যাস কাটারের সাহায্যে দুই খালাসির মৃতদেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ম্যাটাডোরের চালক। লরি চালক পলাতক।
পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু (Dead) হল বাইক চালকের। গুরুতর আহত (Injured) বাইক আরোহী এক শিশু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) থানার সড়িয়াবাদ ডাক্তারমোড় এলাকায় রায়গঞ্জ-ভাটোল রাজ্য সড়কে। মৃতের নাম মাহাফুজ আলম (২৪)। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পিক আপ ভ্যানের চালক পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা ঘাতক পিক আপ ভ্যানের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পিক আপ ভ্যানে। রায়গঞ্জ-ভাটোল রাজ্য সড়কে ঘাতক পিক আপ ভ্যানটি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশ আসার সঙ্গে সঙ্গে পুলিশকে দেখে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে।