দুবাই: এশিয়া কাপে (Asia Cup) ভারতের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের (Ind vs Pak) পরাজয়ের পর আইসিসি-র (ICC) নতুন নিয়ম নিয়ে হাহুতাশ করছেন ওয়াসিম আক্রমরা (Wasim Akram)। মনে করা হচ্ছে, এই একটি নিয়মের জন্যই ভুগতে হল বাবর আজমদের (Babar Azam)।


পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে ভারত তখন বেশ চাপে। শেষ তিন ওভারে ৩২ রান বাকি। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। হঠাৎ দেখা গেল, বেশ উদ্বিগ্ন মুখে বাউন্ডারি লাইন থেকে একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে ডেকে নিলেন বাবর। তারপরই যেন বদলে গেল ম্যাচের রং। ১৮ ও ১৯তম ওভারে উঠল ২৫ রান। তার মধ্যে ১৯তম ওভারে ওঠে ১৪ রান। হ্যারিস রউফকে তিনটি বাউন্ডারি মেরে খেলার মোড় ঘুরিয়ে দেন হার্দিক।


ভারত ম্য়াচ জেতার পরই ওয়াসিম আক্রম বলে দেন, শেষ তিন ওভারে স্লো ওবার রেটের জন্য আইসিসি-র নতুন ফিল্ডিং বিধিনিষেধের ফল ভোগ করতে হল পাকিস্তানকে।


আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি






কী সেই নিয়ম?


আগে টি-টোয়েন্টি ম্যাচে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং করা দলের অধিনায়কের ও গোটা দলের ম্যাচ ফি-র একটা অংশ জরিমানা করা হতো। কিন্তু আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময় ওভার শেষ করতে না পারলে যতগুলি ওভার পিছিয়ে রয়েছে, সেই সংখ্যক ওভারে ৩০ গজের বৃত্তে বাড়তি একজন ফিল্ডার রাখতে হবে ফিল্ডিং দলকে। রবিবার নির্ধারিত সময়ে তিন ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যে কারণে শেষ ৩ ওভারে বাউন্ডারি লাইনে মাত্র চারজন ফিল্ডার রাখতে বাধ্য হয়েছিল পাকিস্তান। সাধারণ ক্ষেত্রে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-র শেষে বাউন্ডারি লাইনে ৫ জন করে ফিল্ডার রাখা যায়। রবিবার সেই সুবিধা পায়নি পাকিস্তান। যে কারণে ফায়দা তোলে ভারত। পরপর বাউন্ডারিতে ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়।