সুনীত হালদার ও বিটন চক্রবর্তী, হাওড়া: ফের উত্তপ্ত হাওড়ার নাজিরগঞ্জ। আগ্নেয়াস্ত্র ও দলবল নিয়ে যুব তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ। মহিলা-সহ নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর। মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ২। হাসপাতালে ভর্তি করা হয়েছে এক মহিলা-সহ ২ জনকে। মূল অভিযুক্ত কোন দলে? ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে চাপানউতোর।

CCTV ক্যামেরায় ধরা পড় সময় তখন রাত ১১টা ০৩। গলি দিয়ে দৌড়ে গেলেন এক যুবক। পেছনে জটলার মধ্যে মারধর শুরু হল এক যুবককে। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কালো রঙের জ্যাকেট পরা ওই যুবক পড়ে গেলেন দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইকের ওপর। শুরু হল উইকেট ও ব্যাট দিয়ে বেধড়ক মার। 

তারপর একটি বাড়ির দরজায় পড়ল ব্যাটের বাড়ি.... লাথি। আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেল হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী মাসুদ আলম খান ওরফে গুড্ডুকে। শনিবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার নাজিরগঞ্জ। 

এলাকার বাসিন্দা তৃণমূলের যুব কংগ্রেসের ৪৫ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ মহম্মদ খান। তাঁর অভিযোগ, বাাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে বচসা হয় তাঁর কাকা মাসুদ আলম খান ওরফে গুড্ডুর। তার জেরে কিছুক্ষণ পর দলবল নিয়ে হামলা চালান গুড্ডু। ব্যাপক মারধর করা হয় যুব তৃণমূল নেতার এক বন্ধু ও ভাইকে। ২ রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। ঘটনায় সাঁকরাইল থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। গুড্ডু সহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে নের চেষ্টা, মারধর সহ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সিটিটিভি ক্যামেরায় দেখা গেলেও এদিন আদালতে তোলার সময়, অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেন গুড্ডু।

২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন গুড্ডু। ওই বছর নভেম্বরে যুব তৃণমূল নেতার বাবা ওয়াজুল খানকে গুলি করে খুন করা হয়। তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। সে সময় দাদাকে খুনের ঘটনায় গুড্ডু খানের নাম জড়ায়। 

গুড্ডু এখন কোন দলে? টনাকে ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে খবর, ইদানিং ধৃতকে তৃণমূলের বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে। সরস্বতীপুজোর রাতে নাজিরগঞ্জেই রবি রাই নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়। পরিবারের অভিযোগ, এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। প্রতিবাদ করায় রবির ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। নাজিরগঞ্জে এবার আক্রান্ত যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের ওপর হামলা।