ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়, বীরভূম: গরুপাচার (Cow Smuggling) মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর, কাল প্রথমবার বীরভূম (Birbhum) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ বোলপুর (Bolpur) থেকে শান্তিনিকেতন (Shantiniketan), তৃণমূলের (TMC) কোনও প্রচারেই নেই অনুব্রত মণ্ডলের ছবি! যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর দিয়েছে তৃণমূলও।
জেলবন্দি অনুব্রত: গরুপাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদে তিনিই রয়েছেন ! এখনও জেলার রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় দোর্দণ্ডপ্রতাপ শাসক নেতার কথা! অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, সোমবারই প্রথম বীরভূমে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে, বোলপুর (Bolpur) থেকে শান্তিনিকেতন (Shantiniketan), দলের প্রচারে দেখা গেল এক অচেনা ছবি!
কোথাও দেখা নেই অনুব্রতর: তৃণমূলের তৈরি করা বিভিন্ন গেট ও ব্যানার-ফেস্টুনে কোথাও দেখা নেই অনুব্রত মণ্ডলের! গত বছরের ১১ অগাস্ট, বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গরুপাচার মামলায় বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করেছে ইডিও।
একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত কিন্তু দল বারবারই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছে! তা সে খোদ মুখ্যমন্ত্রীই হোন বা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কিন্তু পঞ্চায়েত ভোটের আগে যখন দলনেত্রী জেলা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আসছেন, তখন তাঁর আস্থাভাজন নেতা অনুব্রত মণ্ডলের ছবিই দেখা গেল না গেট বা ব্যানারে!
জোর রাজনৈতিক তরজা: কিন্তু কেন? এই প্রশ্নকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল সূত্রে খবর,দলের জেলা কমিটির বৈঠকে ঠিক হয়, মুখ্যমন্ত্রী সফরে অনুব্রত মণ্ডলের কোন ছবি থাকবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর দলের কোনও প্রচারে নেই অনুব্রত মণ্ডলের ছবি সোমবার বীরভূম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, জেলা কোর কমিটির সদস্য-সহ মোট ৭০ জনকে নিয়ে বৈঠক করবেন তিনি। ৩১ জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এরপর পয়লা ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।