কলকাতা: উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের দিনক্ষণ জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ সেপ্টেম্বর। প্রতিদিন পরীক্ষা শুরু হবে ১০টা থেকে। ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা শেষ হবে বেলা ১১টা বেজে ১৫ মিনিটে। ভিস্যুয়াল আর্ট, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা শুরু সকাল ১০টায়। শেষ হবে ১০টা বেজে ৪৫ মিনিটে। 

কবে থেকে শুরু পরীক্ষা? 

গত বছর থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হয়েছিল একাদশে। এবারই প্রথম বছরে দুবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এই নিয়ম চালু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। উচ্চ মাধ্যমিকের প্রথমার্ধের দিন ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রুটিনও। 

তারিখ  দিন বিষয়
08.09.25 সোমবার  প্রথম ভাষা
09.09.25 মঙ্গলবার ভোকেশনাল বিষয় 
10.09.25 বুধবার  দ্বিতীয় ভাষা 
11.09.25 বৃহস্পতিবার  অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অব ওয়েলবিং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স 
12.09.25 শুক্রবার  ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি 
13.09.25 শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, হেল্থ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভিস্যুয়াল আর্ট, মিউজ়িক
15.09.25 সোমবার  স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল' এন্ড প্রিলিমিনারিজ় অব অডিটিং, ইতিহাস 
16.09.25 মঙ্গলবার কেমিস্ট্রি, ভুগোল, হিউম্যান ডেভলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়
18.09.25 বৃহস্পতিবার  ফিলোজফি 
19.09.25 শুক্রবার  অঙ্ক, অ্যাগ্রিকালচার, জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন, পার্সিয়ান, আরবি, সংস্কৃত 
20.09.25 শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি 
22.09.25 সোমবার  বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন

এই সেমিস্টার হবে OMR শিটে। যা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বড় বদল। পরীক্ষার রুটিন ঘোষণার পাশাপাশি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীদের একাধিক নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। কী কী বিধি জারি?

  • অনলাইনে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। স্কুলই তা বিতরণ করবে। 
  • একমাত্র বৈধ নথি থাকলে তবেই ঢুকতে দেওয়া হবে পরীক্ষাকেন্দ্রে। সঙ্গে রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। সঙ্গে রাখা যাবে কালো বা নীল রঙের বল পেন। পেন্সিল, ইরেজ়ার, স্বচ্ছ পেন্সিল বক্স, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ ক্লিপ বোর্ডও। সংশ্লিষ্ট জিনিস ছাড়া আর কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। 
  • লেখা বা ছাপা অক্ষর রয়েছে এমন কোনও জিনিস, প্লাস্টিক, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, কাগজ, রাইটিং প্যাড, লগ টেবিল, ইলেক্ট্রিনক প্যান বা স্ক্যানার, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ফোন, মাইক্রোফোন, পেজার, ক্যামেরা, সানগ্লাস, স্মার্ট ওয়াচ, ব্যাগ বা হ্য়ান্ড ব্য়াগ, হেল্থ ব্যান্ড সহ কোনও ইলেক্ট্রনিক গ্যাজেট পরীক্ষা কেন্দ্রে বা হলে নিয়ে ঢোকা যাবে না। 
  • অ্যাডমিটে কার্ডে উল্লেখ নেই এমন বিষয়ের পরীক্ষা থাকলে সেই পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে ব্যাতিক্রমী ক্ষেত্রে সেন্টার সেক্রেটারি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের ডিপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারেন। 
  • কোনও পরীক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হলে বা কোনও সংক্রমণ থাকলে আলাদা বসার জায়গা করতে হবে পরীক্ষককে। বিষয়টি পরীক্ষা শুরুর পর নজরে এলে তাঁর OMR শিটও আলাদাভাবে প্যাক করে ওই হলে পৌঁছে দিতে হবে। 
  • পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষাকেন্দ্রের মূল দরজা পর্যন্তই থাকতে পারবেন অভিভাবকরা। 
  • শুধুমাত্র কালো এং নীল রঙের বল পেন দিয়েই OMR শিটে লেখা যাবে। জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না। OMR শিটে নির্দিষ্ট জায়গাতেই লিখতে হবে বা দাগ দিতে হবে। OMR শিট ভাঁজ করা, ছেঁড়া যাবে না। খেয়াল রাখতে হবে যেন নোংরা হয়ে বা ভিজে না যায়।