ডানকুনি: ২টি গাড়ির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত ডানকুনি (Dankuni Road Accident), পুলিশের সামনেই মার! ডানকুনির কালীপুর মোড়ে একটি গাড়িকে আরেকটি গাড়ির ধাক্কা, শিশু-সহ ২জন আহত হওয়ার পরেই অন্য গাড়ির যাত্রীরা চড়াও হয়। আহতদের উদ্ধারের সময় স্থানীয়দের উদ্দেশে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। 


কী দেখা গেল?
যে গাড়িতে ধাক্কা মারা হয়েছে, সেটির পিছনের অংশ কার্যত দুমরে মুচরে যায়। যে গাড়িটি ধাক্কা মারে, সেটির উইন্ডস্ক্রিনেরও বেশ ক্ষতি হয়েছে। সড়ক দুর্ঘটনা এ রাজ্যে নতুন নয়, বিরল তো নয়ই।    দিনতিনেক আগে বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতারের বামশোরে। পুলিশের গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। স্পিড ব্রেকারের দাবিতে রাস্তা অবরোধও করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ থেকে বর্ধমানে ফিরছিলেন বাইক আরোহী শেখ নইমুদ্দিন। ভাতারের বামশোরের বর্ধমান থেকে নতুনহাটগামী একটি বাস তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।  স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ পর অবরোধ ওঠে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “বাইক সাইডে যাচ্ছিল। বাস এসে মেরে দিল বাইককে। ফেলে দিয়ে ধাক্কা দিল।’’ মাসদেড়েক আগে আবার হাওড়ারই ডোমজুড়ে জাতীয় সড়কের ওপর ম্যাটাডোর উল্টে মৃত্যু হয় এক ব্যবসায়ীর।


হাওড়ায় দুর্ঘটনা...
চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আহত ৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের মেচেদা  থেকে পান-সুপারি নিয়ে ব্য়বসায়ীরা যাচ্ছিলেন কলকাতায়। সকাল পৌনে ৬টা নাগাদ সলপ উড়ালপুলের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ম্যাটাডোর উল্টে যায়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। তার আগে, দুর্গাপুজোয় নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি হন ২২ বছরের তরুণী। হাওড়ার জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায়। মাথায় হেলমেট ছিল না তরুণীর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। 


 


আরও পড়ুন:বিরল সৌজন্য? রাস্তা তৈরির সূচনা অনুষ্ঠানে পাশাপাশি হাজির তৃণমূল নেতা ও বিজেপি বিধায়ক