কলকাতা: ল্যাবে চলছিল কাজ। কেমিক্যাল নিয়েই হচ্ছিল গবেষণা। সেই সময় ভয়ঙ্কর বিস্ফোরণ। এমনই ঘটনা ঘটল দুর্গাপুরের NIT-তে গবেষণাগারে বিস্ফোরণ ঘটে।
দিল্লির সফদর জং হাসপাতালে অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে খবর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু হয়। গত মঙ্গলবার থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার সময় বিস্ফোরণটি ঘটে। কেমিক্যাল ছিটকে ঝলসে যান অধ্যাপক ও এক ছাত্র। আহত অবস্থায় ২জনকেই ভর্তি করা হয় দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ওই অধ্যাপকের আঘাতই ছিল সবথেকে গুরুতর৷ তাঁর শরীরের প্রায় নব্বই শতাংশই ঝলসে গিয়েছিল৷
অধ্যাপকের অবস্থার অবনতি হওয়ার দিল্লি নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুল্যান্সে। দিল্লির হাসপাতালেই আজ অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি হাসপাতালে। আইসিইউতে রেখে চিকিৎসা হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক ইন্দ্রজিৎ বসাককে দুর্গাপুরের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায় এনআইটি কর্তৃপক্ষ । সেখানে তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অধ্যাপককে। সোমবার তাঁর মৃত্যুসংবাদ এসেছে দুর্গাপুরে।
সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা অধ্যাপক বসাক দীর্ঘ দিন ধরে এনআইটি দুর্গাপুরের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং পড়ুয়ারা।