সন্দীপ সরকার, কলকাতা : কলকাতার বুক চমকে দেওয়া ঘটনা। শিরোনামে ফের এক হাসপাতালের নাম। এবার বেলেঘাটা আই ডি হাসপাতালের একটি ঘটনায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় রোগীদের। হাসপাতালের  ভিতরে ঝোপ থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও হাড়গোড়। সূত্রের খবর, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই জঙ্গল পরিস্কার করছিলেন ২ সাফাই কর্মী। সেই সময়ই মাথার খুলি সহ বহু হাড়গোড় পাওয়া যায়।


পরিত্যক্ত মর্গের বাইরে হাড়গোড়


ওই হাসপাতালেরই এক পরিত্যক্ত মর্গের বাইরে একটি এলাকায় ঝোপ হয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই ভিতর থেকে উদ্ধার হয় মানুষের হাড়। দুই দিন আগেই ওই হাসপাতাল থেকে খুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার আবার উদ্ধার হল  হাড়গোড়। বৃহস্পতি ও শুক্রবার এই হাড়গোড় পান সাফাই কর্মীরা। 


 ১৩টি হাড় উদ্ধার


জানা যাচ্ছে,  মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে। হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়ে রয়েছে সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। কীভাবে ওখানে হাড়গোড় বা খুলি এল, খতিয়ে দেখা হবে। এর আগে এমন ঘটনা এই হাসপাতালে ঘটেনি বলেই প্রত্যক্ষদর্শীদের মত।            


বাগুইআটিতেও উদ্ধার হাড়


এই বছরই জুন মাসে বাগুইআটির পরিত্যক্ত একটি বাড়ির পাশে পড়ে থাকা একটি ব্যাগ ব্যাগ থেকে বহু হাড়গোড় মেলে।  ব্যাগ খুলতেই বের হয় মানুষের মাথার খুলি,হাড়, কঙ্কাল। সেখানে  অনেকগুলি থার্মোকলের মাঝে পড়ে ছিল সেই ব্যাগ।  পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে। 


 হাওড়ায় খুলি উদ্ধার


শহরে এমন ঘটনা এই প্রথম নয়। ২০২১ সালে হাওড়ায় এক সন্ধেবেলা পুরসভার কর্মীরা ডুমুরজলা এলাকা থেকে  মাথার খুলি ও হাড়গোড় পেয়েছিলেন।  এলাকার রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করছিলেন সাফাই কর্মীরা। সেই সময় পাশের একটি ঝোপে ওই হাড়গোড় পাওয়া যায়। পুলিশকর্মীরা এলে তাঁদের উপস্থিতিতেই জঙ্গল পরিষ্কার করা হয়। তারপর  আরও বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Bangladesh: 'হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত বাতিল' বিজ্ঞপ্তি জারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের