মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। কেউ হাতে গুণছেন।কেউ গুণছেন মেশিনে।৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট, পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। 

Continues below advertisement

আরও পড়ুন, উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরের আদলে এবার সল্টলেকেও রামমন্দির ? 'থাকছে হাসপাতাল-সহ আরও একাধিক সুবিধা..' !

Continues below advertisement

হুমায়ুন কবীর জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে জমা পড়েছিল ২ কোটি ৭১ লক্ষ টাকা। এবার ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে। 

সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক   হুমায়ুন কবীর বলেন, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।

 এই অনুদান নিয়ে এদিন তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি   রাজ্যসভার সাংসদ ও সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এটা তৃণমূলের টাকা। হুমায়ুন কবীরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের ওটা 'PLAN B', যে ভোট লুঠ করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে। তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন? হুমায়ুনের এই সাহস আছে, যে রাজ্যের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে, তাঁর রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাঁর অনুমোদন ছাড়া হুমায়ুন কবীর সেখানে 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে। 

এদিকে, রেজিনগরে যেখানে হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরি হবে, তার কাছে জাতীয় সড়কের উপর শুরু হয়েছে দোকান তৈরির হিড়িক। আর্থিক অনুদান এসেই চলেছে। আসছে মসজিদ নির্মাণের জন্য ইট, সিমেন্ট। অন্যদিকে হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে চড়ছে রাজনীতির পারদও।