উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনীতিতে প্রধান ইস্যু হয়ে উঠেছে ধর্ম। হিন্দুত্ববাদের পাল্টা মুসলিম ভাবাবেগ। গত কয়েকদিন ধরে রাজনীতির ময়দানে বেনজির সংঘাতের সাক্ষী এ রাজ্যের মানুষ তৃণমূলের শোকজের পরও, অবস্থানে অনড় হুমায়ুন কবীর। সোমবার ফের তিনি বললেন, দল নয়, তাঁর কাছে আগে জাতিসত্তা। কী করে তিনি এখনও বলে যাচ্ছেন দলের ওপরে জাত? বিরোধীদের প্রশ্ন, মুসলিম ভোট এককাট্টা করতেই কি হুমায়ুন কবীরকে দিয়ে এগুলো বলাচ্ছে তৃণমূল? সম্প্রতি তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।


এরপর পাল্টা মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এরপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করে, তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। তার উত্তর দেওয়ার পাশাপাশি পাল্টা প্রশ্নও ছুড়ে দিয়েছেন হুমায়ুন। শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও নিজের অবস্থানে অনড়ই তিনি। উল্টে বলছেন, বলেছেন, বাম-বিজেপি বা কংগ্রেস নয়, তাঁর শত্রু রয়েছে দলেই। এদিকে হুমায়ুন কবীরের শোকজের জবাবে দল সন্তুষ্ট নয় বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।                          


ঠিক কী বলেছেন হুমায়ুন ? 


ভরতপুরের বিধায়ক এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়ে দাবি করেছেন, তাঁর নাকি দলের মধ্যেই শত্রুর অভাব নেই। তাহলে কার দিকে নিশানা করলেন তিনি ? 'আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন। দলের মধ্যে আমার প্রচুর শত্রু। আমার শত্রু তো BJP, কংগ্রেস, সিপিএম হওয়া উচিত। দুঃখের বিষয় আজকের দিনে কংগ্রেস,CPM, বিজেপি-তে আমার যা শত্রু আছে তার চেয়ে বেশি শত্রু আছে তৃণমূলেই।' তিনি আরও প্রশ্ন তুলেছেন, তিনি যেমন ঠুসো দেওয়ার কথা বলেছেন, তেমন তো অনেক কথা বলেছেন সিদ্দিকুল্লানেওয়া হয়নি। অথচ তিনি ৬ মাসে দুই বার শো-কজের মুখোমুখি হয়েছেন।  


অন্য সমীকরণ ?


হুমায়ুন আছেন হুমায়ুনেই! তৃণমূল শোকজ করার পরও তিনি অবস্থানে অনড়।  শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবীরের বাগযুদ্ধও চলছে সমান তালে। তবে হুমায়ুনের এই অবস্থান ও মন্তব্যের পিছনে আবার অন্য সমীকরণ দেখছেন বিরোধীদের কেউ কেউ। রাজনীতিতে ওপরে এক দেখানো হয়, ভিতরে আরেক খেলা হয়। এটা নতুন কিছু নয়। কিন্তু এক্ষেত্রে লড়াই আসল না কি হিন্দু-মুুসলিম সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশে ছায়াযুদ্ধ চলছে, তৃণমূল-বিজেপির মধ্য়ে, তার উত্তর ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।