উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, কলকাতা : বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে অবস্থানে অনড় থাকায়, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নিজের নতুন দলকে ময়দানে নামালেন তিনি। সেই সঙ্গে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'জোড়াফুলকে জিরো করব, জিরো করব, জিরো করব।' 

Continues below advertisement

অভিষেক 'ট্যালেন্টেড ছেলে'                         

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন। সোমবার, সেই দল তৈরি করার পর, আরও তীক্ষ্ণ ভাষায় তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবীর। কিন্তু আশ্চর্যজনক ভাবেই তাঁর সুর নরম রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বললেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যিই সফট কর্নার আছে। কারণ একটা ট্যালেন্টেড ছেলে।'

Continues below advertisement

শুধু তাই নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ট্যালেন্টেড বলার পাশাপাশি, তাঁর প্রতি যে নরম মনোভাব রয়েছে, তাও স্বীকার করে নিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা। দিলেন দরাজ সার্টিফিকেট। হুমায়ুন কবীর বললেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে পারবে। আগামী দিনে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন।' 

'বাজে ধারনা নেই' শুভেন্দু নিয়েও 

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষেও কার্যত সওয়াল করেছিলেন হুমায়ুন কবীর। বলেছিলেন, 'ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও, ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন তাতে দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে।' 

তাহলে কি বিশেষ কোনও জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক? একইভাবে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুড়েও শুভেন্দু অধিকারী সম্পর্কে কার্যত নরম মনোভাব নিয়েছেন হুমায়ুন। বলেছেন, 'অনেককিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন রাজনীতিক। রাজনীতিক পরিবারের সদস্য, তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায়। বা তাঁর সম্পর্কে কোনও বাজে ধারনা আমার নেই।' 

তৃণমূলে কঠোর, অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে নরম। বিজেপিকে চ্য়ালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট। তাহলে কোন সমীকরণে বাজিমাৎ করতে চাইছেন হুমায়ুন কবীর?