মুর্শিদাবাদ : সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবীর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবীরের - জনতা উন্নয়ন পার্টি। আর পরেই হোঁচট। কখনও সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোঁকা খেয়ে যাওয়া ! কখনও আবার লোকাল বাউন্সারকে ভিনরাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি। হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকেই নানারকম বিভ্রাট চলছেই। এবার প্রার্থী ঘোষণা করেও হোঁচট  খেলেন  হুমায়ুন কবীর। সোমবার নতুন দল গঠন করে,  কলকাতার বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর। কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক।

Continues below advertisement

আরও একটা 'ব্লান্ডারে'র মুখোমুখি হলেন হুমায়ুন।  বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করেও নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক। নিশা চট্টোপাধ্যায় নামের এক মহিলার নাম ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী।  কিন্তু তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। হুমায়ুনের যুক্তি, 'সোশাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভাল নয়। বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। ৭দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনও মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব'। বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বললেন হুমায়ুন কবীর।

ব্যাপারটা কী? সোমবার 'জনতা উন্নয়ন পার্টি' গঠন করে, ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবীর। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপরই নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবীর। 

Continues below advertisement

হুমায়ুন কবীর বলেন, 'উনি (নিশা চট্টোপাধ্যায়) একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ঘোষণা করার আধ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিভিন্ন যে IT সেল বা বিভিন্নরকম অনলাইনে, যেসব ফেসবুকে তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনও ব্যক্তিকে, বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসেবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে, এটাকে প্রার্থীরূপে রাখব না।'