অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রাজ্য জুড়ে শীতের দাপট। তবে, সোমবারের মতো আজও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। গতকাল, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ছিল শূন্য দশমিক ৭ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার সেই একই তাপমাত্রা বহাল থাকল কলকাতায়। কুয়াশার জন্য গত কয়েকদিনে তাপমাত্রা কমছিল। গতকাল থেকে স্বাভাবিকের থেকে সামান্য বেশি হয়েছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার অর্থাৎ বড়দিন থেকে ফের তাপমাত্রা কমে যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও সতর্কতা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে, শীতকালে স্বাভাবিকভাবে যেমন থাকে। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্য়বাসী। সপ্তাহভর থাকবে, ঘন কুয়াশার দাপট। মালদা-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ অনেকটাই কম। আগামী কয়েকদিনও আবহাওয়ায় থাকবে শীতের আমেজ।
সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারবে বলে অনুমান। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পরিবর্তন নেই তারপর দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায়। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উপরের দিকের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।