কলকাতা: 'অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম!' নিজাম প্যালেসের (Nizam Palace) বাইরে এসে এমনটাই প্রতিক্রিয়া দিলেন তাপস মণ্ডল (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) নজরে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের 'ত্রিভুজ'। সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে পেশের জন্য নিজাম প্যালেস থেকে বার করা হল নীলাদ্রি ঘোষকে (Niladri Ghosh)। নিজাম প্যালেস থেকে বার করা হল কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম ও আবদুল খালেককে। সিবিআই সূত্রে খবর  চাকরি-বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত তাপস, কুন্তল ও নীলাদ্রি।


তাঁরা আরও জানিয়েছেন, তিনজনই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। অন্যদিকে তাপস, কুন্তল ও নীলাদ্রিকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে সিবিআইয়ের। গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা শেখ সাহিদ ইমাম। আজ কি তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে?


এতদিন পর কেন গ্রেফতার? উঠছে প্রশ্ন


নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে এতদিন পর কেন গ্রেফতার করল সিবিআই? কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মূলত ৩টি কারণে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস। সিবিআই সূত্রে দাবি, প্রথমত, তাপস নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি যে টাকা নিচ্ছেন এবং দিচ্ছেন, তা যে বেআইনি কাজের জন্য, সেটা জেনেবুঝেই করেছেন। দ্বিতীয়ত, প্রসিড অফ ক্রাইমের হ্যান্ডলার হলেন তাপস অর্থাৎ যে ঘটনা ঘটেছে, তার টাকা লেনদেনের হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন মানিক ঘনিষ্ঠ এই ব্যক্তি।


তৃতীয়ত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ যে অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন, তাতে তাপসকে বলতে শোনা যায়, ৫০ লক্ষ টাকা দিলে তিনি সিবিআই বা ইডি-র কাছে মুখ খুলবেন না।  সিবিআইয়ের দাবি, এর মানে টাকা পেলে তথ্য গোপন করতেন তাপস। এই সব দিক খতিয়ে দেখেই গতকাল জিজ্ঞাসাবাদ শেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। 


নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি-ঘোষ-সহ ৭ জনকে তোলা হচ্ছে আলিপুরের সিবিআই আদালতে। ইডি মামলায় গ্রেফতার হওয়া কুন্তলকে আজ নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, আবদুল খালেক ও শেখ শাহিদ ইমামকেও। এর মধ্যে গোপন জবানবন্দি দিতে চেয়েছেন ধৃত যুব তৃণমূল নেতা শেখ শাহিদ ইমাম। আজ তাঁর গোপন জবানবন্দি নেওয়া হতে পারে।