সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে বাস দুর্ঘটনা (Bus Accident)। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। 


৬০-৬৫ জন যাত্রী নিয়ে বাসটি গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। সকাল ৭টা নাগাদ দাসপুরের চাঁদপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ডাম্পার বাসটিকে ধাক্কা মারে, বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। ডাম্পার আটক হলেও, চালক পলাতক।  প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেও একটি বড়সড় বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাদারিহাটে। পিকনিক বাসে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যাত্রীর। শিশু ও মহিলা-সহ আহত হন ২৫ জন। পিকনিকের বাসে একেবারে মুখোমুখি ধাক্কা হয় লরির। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে শিউড়ে ওঠার মতো ছবি। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে যায় বিভীষিকায়। ভেঙে চুরমার দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের অংশ। গতমাসে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয় আলিপুরদুয়ারের মাদারিহাট। 


দুর্ঘটনার অভিঘাত কতটা তীব্র, পিকনিক বাসের সামনের অংশের চেহারাতেই তা স্পষ্ট। চালকের বসার জায়গাটুকু ছাড়া বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ২৫ জন বাসযাত্রীকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেতুগ্রামে বাস দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহার যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তা এড়ানো গিয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির শুরুতেও বড় দুর্ঘটনার মুখোমুখি হয় হেমতাবাদ। বেসরকারি বাস (private bus) ও লরির (lorry) মুখোমুখি সংঘর্ষে (head on collision) জখম হন অন্তত ২০ জন (20 Injured) । হেমতাবাদ (Hemtabad) থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে।


আরও পড়ুন, 'খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে', গৃহবধূর মৃতদেহ ঘিরে বিক্ষোভ জগৎবল্লভপুরে


স্থানীয় সূত্রে খবর, একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি এলাকায় সেটি পৌছলে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন ২০ জন যাত্রী। ঘটনাটি জানাজানি হতে বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ছুটে আসে বহু মানুষ। এলাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়, চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ।