কলকাতা: তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন 'উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল, ছেড়ে এসেছি। আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। ২০২০ সালের ১ ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল'। আমি সব উপেক্ষা করে এসেছি, এগরার সভায় দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 


মুখ্যমন্ত্রীর সতীর্থ ছিলেন তিনি। তবে এখন সে সব পাঠ চুকেছে। তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক এখন বিরোধী দলনেতার। রাজনৈতিক তিক্ততা বেড়েছে। দু-পক্ষই এখন 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী' মনোভাব নিয়ে চলেন। বাকযুদ্ধও লেগেই রয়েছে। সময়টা ২০২০ সালের ১৯ ডিসেম্বর। তিন তিনটে মন্ত্রীত্ব পদ ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে পেয়েছিলেন বিরোধী দলনেতার পদও। আজ সেই নিয়েই ফের মুখ খুললেন শুভেন্দু অধিকারী। জানানে তিনি আর সহ্য করতে না পেরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। এমনকি উপমুখ্যমন্ত্রীর পদেরও অফার থাকা সত্বেও ছেড়ে এসেছেন পদ। পঞ্চায়েত ভোটের আগে কেন হঠাৎ এই মন্তব্য? তা নিয়েই ফের তরজা রাজ্য রাজনীতিতে। 


বিজেপিতে যোগদান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিলই। এর পর তিন দপ্তরের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। এক দুপুরে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছিলেন। ছেড়ে দিয়েছিলেন সরকারি অন্যান্য দায়িত্বও। 


শুভেন্দুর বিজেপিতে (BJP) যোগদান নিশ্চিতই ছিল। এ নিয়ে বিস্তর চর্চাও চলেছে সে সময়ে। এরপর ২০২০-র ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরে মেদিনীপুরের (West Midnapore) সভাতেই তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু’দশকের সম্পর্ক ছিন্ন করে অমিত শাহর (Amit Shah) হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে দেন শুভেন্দু অধিকারী (Suvendu Ahhikary)। এর পর তৃণমূলও সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে। 


২০২০-এর নন্দীগ্রামের নেতার রাজনৈতিক পরিচয় পালটে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক সময়ের সতীর্থ। তার আগে অবশ্য তৃণমূলকে ৬ পাতার খোলা চিঠি লিখে যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। তবে আবার কেন পুরনো খাতার পাতা তিনি খুললেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। 


উল্লেখ্য, আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ টি সিট পেয়েছিল বিজেপি। এবার শুভেন্দু অধিকারী টার্গেট বাধলেন ৩৬ আসনের। ৩ মাসের মধ্যে সরকারকে বিদায় দেওয়ার হুঙ্কারও দেন বিরোধী দলনেতার। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রাম ২ ব্লকের ১১৬ জন প্রার্থী মিছিল করে মনোনয়ন জমা করলেন। নন্দীগ্রামের মাটি থেকে শুভেন্দু অধিকারীর গলায় ফের নো ভোট টু মমতা স্লোগান। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনী নিয়েও তিনি দফায় দফায় সরব হয়েছেন। সব মিলিয়ে ভোটের পারদ তুঙ্গে। আর তখনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল শুভেন্দু গলায়। 


আরও পড়ুন: Panchayat Election 2023: রাতের অন্ধকারে 'বেধড়ক মার' নির্দল প্রার্থীর বাড়ির মহিলাদের